সেই মলির আত্মহত্যা!
২০১৫ সালের ২৪ অক্টোবর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার আদলা গ্রামে আব্দুর রহিম (২৫) নামে এক যুবকের আত্মহত্যা নিয়ে এলাকায় তোলপাড় হয়েছিল। বিয়ের আগের দিনে হঠাৎই উদয় হওয়া কথিত প্রেমিকার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ওই যুবক। পরে গ্রামবাসী প্রেমিকা দাবি করা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। আব্দুর রহিমের মোবাইল প্রেমিকা দাবি করা আটক তরুণীটির নাম ছিল মলি। তিনি পাশের চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের আজিজের মেয়ে।
এবার সেই মলি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সেই মলি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠিয়েছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র জানান, মলি খাতুন পুঠিয়া উপজেলার জমিরা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ২৪ অক্টোবরের ঘটনার পরে নিহত রহিমের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে পুঠিয়া থানায় মামলা করে। ওই সময়ে পুঠিয়া থানা পুলিশ মলিকে আটক করে জেল হাজতে পাঠায়। ১৫ দিন আগে মলি জেল থেকে মুক্তি পায়। এ ঘটনার পরেই শুক্রবার প্রেমিক রহিমের কায়দায় মলিও আত্মহত্যা করে।
তবে ওই আত্মহত্যা নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। মেয়েটি যে আড়ার সঙ্গে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তার সঙ্গে আত্মহত্যা করা কঠিন। অপর দিকে মলির আত্মহত্যার বিষয়টি তার বাবা আজিজ ছাড়া প্রথমে আর কেউ দেখেনি।
ওসি আরো জানান, মলির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই আসল বিষয়টি জানা যাবে।
উল্লেখ্য, চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের এক মেয়ের সঙ্গে আব্দুর রহিমের বিয়ের কথা হয়েছিল। বর ও কনে পক্ষ মিলে বিয়ের দিন ঠিক হয় ২৫ অক্টোবর। আগের দিন ছিল গায়ে হলুদ। আব্দুর রহিমের পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চলছিল। কিন্তু সন্ধ্যায় বিয়ের দাবি নিয়ে রহিমের বাড়িতে হাজির হয়েছিলেন মলি। তার উপস্থিতিতেই বাধে যত বিপত্তি। মলি দাবি করেছিলেন, মোবাইলে আব্দুর রহিমের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ে করতে চেয়েছিল। সেই দাবি নিয়ে এসেছি।
মলির উপস্থিতিতে বিব্রত ও অস্বস্তিতে পড়ে সবাই। চারদিকে শুরু হয় হইচই। পরিবারের অনেকেই মলিকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোনো লাভ হয় না। মলির এক কথা, রহিমের বিয়ে অন্য কারো সঙ্গে হতে পারে না। এভাবেই কেটে যেতে থাকে রাত। রাতের কোনো এক সময় সবার অজান্তে রহিম বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি আমের বাগানে গিয়ে এ লজ্জা থেকে বাঁচতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। এদিকে আত্মহত্যার ঘটনা কানে গেলে মলি রহিমের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ওই সময় গ্রামবাসী তাকে আটক করে পুলিশকে সংবাদ দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন