মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেকেন্ড হোমে অর্থ পাচার : ১৩ ভিআইপি শনাক্ত

সেকেন্ড হোম বা দ্বিতীয় আবাস গড়তে মালয়েশিয়ায় অবৈধভাবে বিনিয়োগ করেছেন এমন ১৩ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিস্তারিত তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আর ওই ১৩ ব্যক্তি অবৈধ প্রক্রিয়ায় এরই মধ্যে বাংলাদেশ থেকে শতকোটি টাকার বেশি মালয়েশিয়ায় পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

মালয়েশিয়ায় `মাই সেকেন্ড হোম` নামে একটি প্রকল্প চালু রয়েছে। বাংলাদেশের বিভিন্ন পেশার সম্পদশালী ব্যক্তিরা বেআইনিভাবে ওই প্রকল্পে অর্থ বিনিয়োগ করছেন, যা অবৈধ ও অর্থ পাচারের শামিল। আর এই প্রক্রিয়ায় পাচার হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে ওই সব ব্যক্তির নামে সুনির্দিষ্ট তথ্য পাওয়া পর দুদক মালয়েশিয়া সরকারের কাছে একাধিক মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠায়। ইতিমধ্যে বেশ কিছু এমএলরের উত্তর মিলেছে। তবে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের এমওইউ (সমঝোতা চুক্তি) না থাকায় সব তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ওই ১৩ হাইপ্রোফাইল ব্যক্তির বিস্তারিত তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র ধরেই দুদকের অনুসন্ধানেও মিলেছে এর সত্যতা। ১৩ ব্যক্তির মধ্যে অধিকাংশই ব্যবসায়ী। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই নেতার নাম রয়েছে। যদিও তাদের মূল পেশা ব্যবসা। পরবর্তী সময়ে রাজনীতিতে সংযুক্ত হয়েছেন।

দুদকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো জানান, সাধারণত মালয়েশিয়ায় দ্বিতীয় আবাস গড়তে ওই প্রকল্পের সংশ্লিষ্ট হিসাবে এন্ট্রি ফি হিসেবে দুই লাখ রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ লাখ টাকা জমা দিতে হয়। এন্ট্রি ফিসহ ওই ১৩ জন এখন পর্যন্ত শতকোটি টাকা ব্যাংকিং প্রক্রিয়ায় জমা দেন। তবে অনুসন্ধানের স্বার্থে এখনই তাদের কারো নাম প্রকাশ করা যাবে না।

‘সেকেন্ড হোম প্রকল্পে বিনিয়োগের নামে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের বিষয়ে ২০১৪ সালের আগস্ট মাসে অনুসন্ধানে নামে দুদক। অভিযোগ অনুসন্ধানে এর মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তালিকা থেকে শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এমওইউ স্বাক্ষর না হওয়ার কারণে অনুসন্ধান কাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে।

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়, বর্তমান সরকারের প্রথম মেয়াদের শেষ দিকে বিদেশে পাড়ি জমানোর জন্য সেকেন্ড হোম প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন ৬৪৮ বিশিষ্ট ব্যক্তি। এদের মধ্যে আওয়ামী লীগের ২৮৭ জন, বিএনপি-জামায়াতের ৯৬ জন এবং বাকি ২৬৫ জন সুবিধাভোগী শিল্পপতি, ব্যবসায়ী ও আমলা।

আর পাঁচ বছরে অন্তত ৪ হাজার ৯৮৬ কোটি টাকার সমপরিমাণ মার্কিন ডলার বিদেশে পাচার করেছে সংশ্লিষ্টরা। রাজনৈতিক অস্থিরতায় নিরাপদ আশ্রয় খোঁজার উদ্দেশ্য নিয়েই এ ধরনের তৎপরতা শুরু হয়। আর এই নেপথ্যের মূল কারণ হলো কালোটাকা বিদেশে পাচার করা।

আর এদের পছন্দের তালিকায় সবার ওপরে মালয়েশিয়া। এর পরেই রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। এ দেশগুলো বাংলাদেশ থেকে ‘বিনিয়োগকারী’, ‘উদ্যোক্তা’ ও ‘স্ব-কর্মসংস্থান’ কোটায় সহজেই ভিসা দিচ্ছে।

দুদক সূত্রে আরো জানা যায়, অর্থ পাচারের সবচেয়ে প্রচলিত পন্থা হলো মানি চেঞ্জার। ঢাকায় টাকা ডলারে রূপান্তরিত করার পর একই মানি চেঞ্জারের একটি নির্দিষ্ট শাখা থেকে ডলারের পরিবর্তে ওই দেশীয় মুদ্রায় রূপান্তর করা হয়। কোনো আইনি পদ্ধতিতে এ ধরনের লেনদেনের সুযোগ নেই। যা হচ্ছে সব বেআইনি।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ পাচার নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআইয়ের প্রকাশিত এক গবেষণা রিপোর্ট সূত্রে জানা যায়, ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত এক দশকে বাংলাদেশ থেকে অন্তত ১ হাজার ৬০৭ কোটি ৭০ লাখ ডলার বা ১ লাখ ২৮ হাজার ৬১৬ কোটি টাকা অবৈধভাবে বাইরে চলে গেছে।

বিশ্বের যে ১৫০টি উন্নয়নশীল দেশ থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর হয়েছে, তাতে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪৭তম।

দুদকের উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ টিম অনুসন্ধান কাজ পরিচালনা করছে।

দুদকের অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে অনুসন্ধানকাজের তদারককারী কর্মকর্তা মো. নূর আহম্মদ বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের এমওইউ (সমঝোতা চুক্তি) এখনো স্বাক্ষরিত হয়নি। ওই চুক্তি ব্যতীত মালয়েশিয়া সরকার কোনো তথ্য দেবে না। তা ছাড়া মালয়েশিয়ার দেওয়া নথিপত্র ছাড়া আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারব না। আমরা ওই চুক্তির অপেক্ষায় রয়েছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা