সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিবাদ
বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় যুদ্ধপরাধীদের ফাসির বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেসেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় সেক্টরকমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।
সংগঠনের মহাসচিব হারুন হাবিব লিখিত বক্তব্যে বলেন, ‘দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিচার প্রক্রিয়া সুষ্ঠ ও দৃঢ়ভাবে অগ্রসর হওয়ায় জাতি সম্মানিত হয়েছে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীন এ বিষয়টি নিয়ে পাকিস্তান সরকার সকল রকম আন্তর্জাতিক ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করে সম্প্রতি দুই শীর্ষ যুদ্ধাপরাধীর পক্ষ ধারন করে বিবৃতি প্রচার করেছে। এ বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করছি।’
যুদ্ধাপরাধের বিচার সামনে রেখে দেশের ভেতরে ও বাহিরে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো সৃষ্টির চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘একজন শীর্ষ যুদ্ধাপরাধীর পক্ষে দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল সরাসরি সাফাই গেয়েছে এবং বক্তব্য প্রচার করে যুদ্ধাপরাধ বিচারকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অন্যদিকে একটি রাষ্ট্র নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে এই বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার সামনে রেখে দেশের ভেতরে ও বাহিরে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো সৃষ্টির চেষ্টা হচ্ছে। একটি রাষ্ট্র এবং কয়েকটি সংগঠন যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর চেয়ারম্যান মেজর জে: (অব:) কে এম শফিউল্লাহ (বীর উত্তম), সিনিয়র সহ সভাপতি লে:জে: (অব:) এম হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এ কে মোহাম্মাদ আলী শিকদার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন