সেক্সটন ওভাল তো তামিমের মাঠ!

২০১৫ সালের ৫ মার্চ। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম শতকের খুব কাছে চলে গিয়েছিলেন ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল।
স্কটল্যান্ডের বিপক্ষে সেদিন ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এটা টাইগারদের বড় রান চেজ করে জেতার রেকর্ড। সেই নেলসনের সেক্সটন ওভালে আগামীকাল বৃহস্পতিবার স্বাগতিক নিউজিল্যান্ডর মুখোমুখি হচ্ছে টাইগাররা।
ইতোমধ্যে সিরিজের প্রথম ওয়ানডে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আগামীকালের ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। এমতাবস্থায় তামিমের মনে নিশ্চয়ই উঁকি দিচ্ছে এক বছরের বেশি সময় আগে স্কটল্যান্ডের বিপক্ষে সেই ৯৫ রানের আক্ষেপময় কিন্তু দুর্দান্ত ইনিংসটির স্মৃতি।
সেদিন শুধু তামিম নয়, অর্ধশতক করেন মাহমুদল্লাহ (৬২), মুশফিকুর রহিম (৬০), সাকিব আল হাসান (৫২*)। ৪২ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান।
সেই অভিজ্ঞতা দ্বিতীয় ওয়ানডেতে কাজে লাগবে বলেই মনে করছেন তামিম। এত বড় রান চেজ করার পর সেক্সটন ওভালকে বাংলাদেশের ‘পয়মন্ত’ মাঠ বলেই উল্লেখ করা যেতে পারে। তবে উইকেট নিয়ে চিন্তার অবকাশ আছে বলে মনে করেন তামিম।
তার মতে, “উইকেট একই রকম নাও থাকতে পারে। তবে কম বেশি ধারণা আছে এই মাঠের ব্যাপারে, যা অবশ্যই কাজে দেবে। বেশির ভাগ ক্রিকেটারই এখানে খেলেছে এবং পারফর্ম করেছে, সেই আত্মবিশ্বাস অবশ্যই থাকবে। “
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন