বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেক্স পার্টির অন্দরে যা ঘটছে!

বিবাহিত দম্পতি, সিঙ্গল যুবতী, সেক্স অ্যাডিক্ট থেকে শুরু করে অধ্যাপক, ফিল্মসটার-সেক্স পার্টির অন্দরে দেখা মিলবে এদের সবার। কিন্তু কেন একদল অচেনা মানুষের সঙ্গে শয্যা বিনিময় করতে দ্বিধা করেন না সমাজের গণ্যমান্য ব্যক্তিরা? এর জন্য আপনাকে একটি হ্যাপেনিং সেক্স পার্টির অন্দরে উঁকি মারতে হবে।

এখন বিষয় হল, সেক্স পার্টির অন্দরে যাদের আনাগোণা, তাঁরা কিন্তু বেশিরভাগই ভিআইপি। ‘প্লেরুম’-এ একবার ঢুকে গেলে এরা ভুলে যান সমাজ এদের ‘আইডলাইজ’ করে। লাইফস্টাইল ডট কমের এক এক্সক্লুসিভ ডকুমেন্টারিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। নাম “পশ অর্গিস: সেক্স পার্টি সিক্রেটস।” কেন এরকম সেক্স পার্টিতে যান যুবক-যুবতীরা?

হাই সেক্স ড্রাইভের চালিত হন যাঁরা-তাদের বিছানায় মনোগ্যামি পোষায় না। এক একটি নিশিযাপনের জন্য তাদের আলাদা আলাদা পার্টনার লাগে। লাইফস্টাইল ডট কম-কে এক টিনএজার জানিয়েছেন, “রোজ সকালে ঘুম থেকে উঠে ভাবি, কী করলাম জীবনে, কিস্যু না। তাই এমন কিছু করতে ইচ্ছে হয়, যা আমার একঘেয়ে লাইফকে একটি উত্তেজনাময় করে তুলবে। তাই আমি এরকম সেক্স পার্টিতে যাই।

কারা অর্গানাইজ করেন এরকম পার্টি?

এই পার্টিগুলি অর্গানাইজ করতে রীতিমত গ্যাঁট ও কলজের জোর থাকা চাই। কারণ, সেক্স পার্টিতে কোনও হেলাফেলার ব্যক্তিরা যান না। তারউপর উপযুক্ত ভেন্যু, কার পার্কিং, বিলাসিতা, নেশার সামগ্রী, জন্মনিরোধক-সবমিলিয়ে অঢেল খরচ। দম্পতি পিছু এই পার্টিল এন্ট্রি ফি ২০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা। ইংলিশ কাউন্টিতে এরকম পার্টি অর্গানাইজ করেন জন ব্লু। তিনি একজন ইভেন্ট অর্গানাইজার।

তিনি বলছেন, “অনেক মেম্বারের আবার বাড়তি ভিআইপি ডিমান্ড থাকে। যেমন, একটি ভিআইপি স্যুট, দামি শ্যাম্পেন, ফুড বার। তাঁরা বিলাসিতার জন্য খরচ করতে কার্পন্য করেন না। এধরনের পার্টির আবেদন কতটা?

২৫ বছরের স্যান্ডি বলছে, আমি কাউকে পাইনা যাকে আমার গার্লফ্রেন্ড বলে সমাজে পরিচিত করাতে পারি। কিন্তু আমিও সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে চাই। তাই আমি এধরনের পার্টিতে যাই।আরও পড়ুন- কোথায় কোথায় স্পর্শ করলেই উত্তেজিত হয় মেয়েরা

পিয়োর প্লেজার পার্টি-র অর্গানাইজার লুইসা বলছে, একজন মানুষের সঙ্গে গোটা একটা জীবন কাটানোর কথা ভাবতেই পারে না আজকালকার ছেলেমেয়েরা। তারাই আমাদের মূল টার্গেট। আজকালকার ছেলে ও মেয়ে-উভয়েই একাধিক জনের সঙ্গে ডেটে যায়। তাদের কথা মাথায় রেখেই এই পার্টি।

থিমস

সব সেক্স পার্টির থিম এক হয় না। কোথাও থিম হয় রেট্রো, কোথাও আবার মিস্ট্রি। কোথাও পুল পার্টি থিমেই চলে অর্গি। ‘অ্যান্টিক’ থিমের এরকমই এক পার্টি থেকে ফিরে শার্লট ও ফ্র্যাঙ্ক বলেন, “এক জায়গায় ওপেন ফ্লোরে একসঙ্গে ১০ জন দম্পতি মিলিত হচ্ছেন দেখতেও নেশাগ্রস্ত হয়ে পড়ি।

নিরাপত্তা ও প্রাইভেসি

এই ধরনের পার্টি অর্গানাইজড হয় এলিট ক্লাসের লোকেদের জন্য। তাই নিরাপত্তা নিয়ে কোনও ফাঁকফোকর রাখা হয় না। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, মোবাইল-ক্যামেরার উপর নিষেধাজ্ঞা থাকে এই পার্টিতে। মদ্যপ হয়ে চিৎকার চেঁচামেচি করা যায় না এখানে। স্যান্ডি বলছেন, সকলের সামনে মিলত হওয়াটা একটা শো-এর মতো। আপনি কাউকে অসম্মান করতে পারবেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের

ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন

  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত