‘সেক্স সিম্বল হতে আপত্তি নেই`
সাহসী বিষয়বন্তু হওয়ায় মুক্তির আগে থেকেই আলোচনায় বিক্রম ভাট পরিচালিত ইরোটিক-থ্রিলার সিনেমা লাভ গেমস। সিনেমায় আলিশা চরিত্রে অভিনয় করেছেন তারা আলিশা বেরি। আর এ অভিনেত্রী জানিয়েছেন, চরিত্রের প্রয়োজনে সেক্স সিম্বল হতেও কোনো আপত্তি নেই তার।
সিনেমায় আলিশা একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি পরিবর্তীতে রামোনা রাইচান্ড (পত্রলেখা) এবং স্যামের (গৌরব আরোরা) জীবনে প্রবেশ করেন। সিনেমায় বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে তাকে। পাশাপাশি বিক্রম ভাটের সিনেমার নায়িকা হওয়ায় তার পেছনে ইতোমধ্যে অনেকেই যুক্ত করেছেন ‘সেক্স সিম্বল’ তকমাটি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি ভাটের (বিক্রম ভাট) নায়িকারা সেক্স সিম্বল হিসেবে পরিচিত হন, তাহলে আমার এটি হতে আপত্তি নেই। শুধু এই দৃশ্যগুলোতে শুটিংয়ের সময় সাবলীল হতে আরো কিছু সময় লাগবে।’
লাভ গেমস সিনেমায় তার চরিত্রটি বৈচিত্র্যময় এবং অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে তিনি বলেন, ‘যখন আপনি সিনেমাটি দেখবেন, তখন খেয়াল করবেন আমার চরিত্রটি এক কেন্দ্রিক নয়। সে (আলিশা) শুধু পরিস্থিতির শিকার তাই নয়, তারচেয়েও বেশি কিছু।’
সিনেমার সাহসী বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এমন সময়ে বাস করছি যেখানে ভালোবাসা এবং সম্পর্কের সংজ্ঞাটা ভিন্ন। এখন মানুষ এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবেই নেয়। তারা যে কোনো বিষয়ে খুব সহজেই আবার বিরক্তও হয়ে যায়। কারণ তারা সব সময় নতুন কিছু খোঁজে।’
অবশ্য এর আগে বিষয়টি নিয়ে আলিশার সুর ছিল ভিন্ন। তাকে আবেদনময়ী এবং খোলামেলা বিশেষণ দেওয়াতে ঠিক খুশি হতে পারেননি তিনি। জানিয়েছিলেন, লাভ গেমস’র গায়ে যেভাবে সেক্সের তকমা লাগিয়ে দেওয়া হয়েছে তা ঠিক নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন