মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন মাজিদ

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বিসিবি একাদশ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বিসিবি একাদশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৬৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান। ব্যাট করছেন নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

আউট হয়েছেন সৌম্য সরকার (৪), মুমিনুল হক (১), মোসাদ্দেক হোসেন (৪৭), নাজমুল হোসেন শান্ত (৭২), সাদমান ইসলাম (২), তানভীর হায়দার (৫) ও আব্দুল মাজিদ (১০৬) ।

দলীয় ৫১ রানের মাথায় ৪ রান করে আউট হয়ে ফিরে গেছেন সৌম্য সরকার। তার উইকেটটি নিয়েছেন ক্রিস ওয়াকস। আর ১৩০ রানের মাথায় আউট হয়েছেন মুমিনুল হক (১)। তাকে সরাসরি বোল্ড করেন মঈন আলী। ৯২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে গিয়েছিলেন আব্দুল মাজিদ। বিকেলে আবার ব্যাট হাতে মাঠে নামেন তিনি। এবার সেঞ্চুরি হাঁকিয়ে স্টুয়ার্ড ব্রডের বলে বোল্ড হয়ে যান। তার ১০৬ রানের ইনিংসে ১৬টি চারের মারের পাশাপাশি ১টি ছক্কার মার ছিল।

এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় দিনে উভয় দল ৪৫ ওভার করে ব্যাট করার সুযোগ পায়। তাতে ইংল্যান্ড দল প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে।

আর বিসিবি একাদশ ব্যাট করে ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। শাহরিয়ার নাফীস ৫১ ও সৌম্য সরকার ৩৩ রান করেন। ৩০ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে।

সাব্বির বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন।

তবে প্রথম প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের একাদশ ভিন্ন। আজকে এ ম্যাচের একাদশ জাতীয় দলের ও এইচপি ক্যাম্পের খেলোয়াড়দের সম্মিলনে গঠিত। তবে আগের ম্যাচে খেলা অনেকেই এখানে রয়েছেন।

বিসিবি একাদশ : আব্দুল মাজিদ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভীর হায়দার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, আল-আমিন হোসেন, আবু হায়দার, শুভাশীষ রায়, সাদমান ইসলাম, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!