সেনা বাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, ‘আমাদের সেনা বাহিনীর সদস্যরা দেশের পাশাপাশি বিদেশেও বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিষ্ঠা ও দক্ষতা দেখিয়ে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এএসসি ও আরভিঅ্যান্ডএফসি কোর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা সেনানিবাসে আর্মি সার্ভিস কোর এবং রিমাউন্ট ভেটেনারি অ্যান্ড ফার্ম কোরের অধিনায়ক সম্মেলন ও পঞ্চম পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় সেনা সদস্যসহ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বগাঁথা নবীন সদস্যদের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।
খুলনা সেনানিবাসের শহীদ আনোয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ সম্মেলনে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউর হকসহ সেনা সদরের উর্ধ্বতন কর্মকর্তা এবং এএসসি ও আরভিঅ্যান্ডএফসি কোরের অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধান অতিথি তারিক আহমেদ সিদ্দিক ও সেনা প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
উল্লেখ্য, আর্মি সার্ভিস কোর (এএসসি) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান ও সম্মানজনক কাজের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর আস্থার প্রতীক জাতীয় পতাকা প্রদান করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন