সেফটিক ট্যাঙ্ক থেকে প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুরে সেফটিক ট্যাঙ্ক থেকে এক বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই শিশুর নাম নয়ন (৭)। সে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাওসাবাড়ি গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে রফিক (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
জয়দেবপুর থানা পুলিশের কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, নিহত শিশুর পরিবার দেওলিয়াবাড়ি এলাকায় রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার শিশু নয়নের মায়ের সঙ্গে প্রতিবেশী যুবক রফিকের ঝগড়া হয়। পর দিন শুক্রবার থেকে নয়ন নিখোঁজ ছিল। পরে তার পরিবারের লোকজন বিভিন্ন জয়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন। শনিবার সকালে শিশুর মা তাদের বাড়ির পাশে একটি টয়লেটের সেফটিক ট্যাঙ্কের ভেতর নয়নের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে জানায়।
তিনি আরো জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিককে আটক করা হয়েছে। রফিকের বাড়ি ময়মনসিংহের ধোবাউয়া থানা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই শিশুকে হত্যা করে সেফটিক টাঙ্কে ফেলে দেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন