সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেবার আইপিএল নিলামে উঠেছিল মাশরাফি-ঝড়!

২০১১ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন এ সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছেন দুটি আইপিএল শিরোপা। ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে বাজিমাত করেছেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। সানরাইজার্স হায়দরাবাদের প্রথমবারের মতো শিরোপাজয়ের পেছনে বড় ভূমিকা ছিল ফিজের। তবে তাঁদের আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে আলোড়ন তুলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাঠে ব্যাট-বলের লড়াইয়ে নয় অবশ্য, মাশরাফিকে নিয়ে সেবার ঝড় উঠেছিল আইপিএলের নিলামে।

২০০৯ সালের আইপিএল নিলামে সবার মনোযোগের কেন্দ্রে ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও কেভিন পিটারসেন। ইংলিশ এই দুই ক্রিকেটারকে সে সময়ের রেকর্ড ১.৫৫ মিলিয়ন ডলার খরচ করে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস ও ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স। তবে তাঁদের ছাপিয়েও সেবার আলোচনায় চলে এসেছিলেন মাশরাফি। ডানহাতি এই পেসারকে দলে ভেড়ানোর জন্য কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব নিলামের আসরে যে দীর্ঘ লড়াই চালিয়েছিল, তা এখনো স্মরণীয় হয়ে আছে।

২০০৯ সালের আইপিএল নিলামে মাশরাফির ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। তাঁর নামটা উচ্চারিত হতেই হাত তুলেছিলেন কলকাতার অন্যতম মালিক জুহি চাওলা। মঞ্চে আবির্ভাব ঘটেছিল আরেক বলিউড তারকা প্রীতি জিনতারও। দুজন মিলে বেশ কিছুক্ষণ লড়াই চালিয়েছিলেন মাশরাফিকে দলে ভেড়ানোর জন্য। শেষমেশ ভিত্তিমূল্যের চেয়ে ১২ গুণ বেশি দাম দিয়ে তাঁকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার মাশরাফির দাম উঠেছিল ছয় লাখ ডলার। আইপিএলের তৎকালীন পরিচালক ললিত মোদিও বেশ অবাক হয়েছিলেন ব্যাপারটিতে। সে সময় তিনি বলেছিলেন, ‘সে খুবই প্রতিভাবান বোলার। কিন্তু নিলামের সময় আমরা সবাই অবাক হয়েছি। দারুণ একটা ব্যাপারই ঘটেছে।’

ঘটনাটি মনে আছে আইপিএলের নিলাম পরিচালনাকারী রিচার্ড ম্যাডলিরও। ব্রিটিশ এই ভদ্রলোক আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো নিলামেই উপস্থিত ছিলেন নিলামদার হিসেবে। এ বছর আইপিএলের দশম আসরের নিলামের আগে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেছেন, ‘১০ বছরের আইপিএল নিলামের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে তাকালে মনে পড়ে যায় কেভিন পিটারসেন আর ফ্রেডি ফ্লিনটফের ১.৪ মিলিয়ন ডলারের বিডগুলো। বাংলাদেশের অচেনা অলরাউন্ডার মাশরাফি বিন মুর্তজার অবাক করে দেওয়া নিলামটির কথা। যেটা শুরু হয়েছিল ৫০ হাজার ডলার থেকে। আর শেষপর্যন্ত ঠেকেছিল ছয় লাখ ডলারে।’

মাঠের লড়াইয়ে অবশ্য আলো ছড়াতে পারেননি মাশরাফি। নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। সেখানে ৪ ওভার বল করে দিয়েছিলেন ৫৮ রান। ২০০৯ সালের আইপিএলে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুলও। নিলামে অবশ্য তাঁকে নিয়ে এত হৈচৈ হয়নি। ভিত্তিমূল্য ৫০ হাজার ডলার দিয়েই তাঁকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। মাশরাফির মতো আশরাফুলও খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। করেছিলেন মাত্র দুই রান।

এবারের আইপিএলে বাংলাদেশের চারজন ক্রিকেটারের নাম উঠেছিল আইপিএল নিলামে। এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু কারো ব্যাপারেই কোনো আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলো। শেষপর্যন্ত অবিক্রীতই থেকে গেছেন তাঁরা।

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে আগে থেকেই দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি