সেমিতে ফেদেরার, জোকোভিচের স্বপ্ন কাড়ল চোট

বিগ ফোরের রইল বাকি এক। শেষ ষোলো থেকে আগেই বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। বুধবার কোয়ার্টার থেকে বিদায় নিলেন দুই শীর্ষ বাছাই অ্যান্ডি মারে এবং নোভাক জোকোভিচ। মারে খেলে হারলেও, জোকোভিচ হেরে গেছেন চোটের কাছে। তবে বিগ ফোরের প্রতিনিধি হয়ে সেমিতে পৌঁছে গেছেন সাতবারের উইম্বলডন জয়ী কিংবদন্তি রজার ফেদেরার।
ঘাসের কোর্টে শেষ চারে যাওয়ার লড়াইয়ে মিলোস রাওনিককে একদমই দাঁড়াতে দেননি সর্বোচ্চ ১৮টি গ্র্যান্ডস্লাম জয়ী সুইস তারকা ফেদেরার। কানাডার রাওনিককে ৬-৪, ৬-২, ৭-৬(৭-৪) গেমে উড়িয়ে দিয়ে রেকর্ড ১২ বারের মত উইম্বলডনের সেমিতে পা রেখেছেন ঘাসের কোর্টের রাজা ফেড-এক্স।
রেকর্ড সংখ্যকবার সেমিতে পৌঁছানো ফেদেরার এদিন উইম্বলডনে খেলেছেন নিজের ১০০তম ম্যাচ, যার মধ্যে জয় ৮৯টিতে। রাওনিকের ম্যাচের জয়টিও এসেছে নিজের ট্রেডমার্ক শট দিয়ে।
কিন্তু যার সঙ্গে ফেদেরারের সেমিতে খেলার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি সেই নোভাক জোকোভিচ চোটের হানায় ম্যাচ থেকে বের হয়ে যাওয়ায় সুইস কিংবদন্তির শেষ চারের প্রতিপক্ষ এখন টমাস বার্ডিখ। শেষ ষোলোতে চোটে জর্জর হয়ে কোয়ার্টার পর্যন্ত আসা সার্বিয়ান জোকার দ্বিতীয় সেট শেষ হওয়ার আগেই টেনেছেন ম্যাচের ইতি।
চেক তারকা বার্ডিখের বিপক্ষে প্রথম সেটটা ৭-৬(৭-২)-এ হেরে শুরু করেন জোকার। দ্বিতীয় সেটটাও পিছিয়ে ছিলেন ২-০তে। এরপরই ফিরে আসে কাঁধের পুরনো চোট। পরে আর ম্যাচটা শেষ করা হয়নি জোকোভিচের। আগের ম্যাচে যে চোটকে জয় করে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, সেই চোটই কেড়ে নিল তার তৃতীয় উইম্বলডন জয়ের স্বপ্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন