সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে?
চ্যাম্পিয়নস ট্রফির চলমান আসরে দ্বিতীয় দল হিসেবে সেমির টিকিট হাতে পেল বাংলাদেশ। সবার আগে সেমিতে জায়গা নেয় স্বাগতিক ইংল্যান্ড। শক্তিশালী দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে বিদায় করে লড়াইয়ে টিকে রইল মাশরাফি বিন মুর্তজার দল। এবার অপেক্ষা ফাইনালের। আজ ফয়সালা হবে সেমির মঞ্চে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে বাংলাদেশ? হলফ করে বলা যাবে না, কারণ ‘বি’ গ্রুপের হিসেবটা নাটকীয়ও হতে পারে।
সেমিতে যাওয়ার ম্যাচে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচ থেকে যারা জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। নিয়ম অনুযায়ী সেমিতে ‘বি’ গ্রুপের নাম্বার ওয়ান দল মোকাবেলা করবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানের দলকে। ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সাদা চোখে দেখলে, ওভালে আজ ভারত জিতলে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোহলিরা। অপরদিকে সাউথ আফ্রিকা জিতলে বাংলাদেশ পাবে প্রোটিয়াদের।
অন্যদিকে ইংলিশদের প্রতিপক্ষ হতে পারে শ্রীলংকা অথবা পাকিস্তান। সোমবার শ্রীলংকা-পাকিস্তানের ম্যাচের মধ্য দিয়ে জানা যাবে সেমিফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ কে হচ্ছে। কিন্তু হিসেবের কিছুটা পরিবর্তনও ঘটতে পারে। পাকিস্তান অথবা শ্রীলংকা যদি বড় ব্যবধানে জিতে যায়, তাহলে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে দু’দলের এক দল।
লন্ডনের কেনিংটন ওভালে আজ সেমির জন্য লড়বে ভারত-সাউথ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮৬ রানে হারিয়ে দুই পয়েন্ট পায় সাউথ আফ্রিকা। ‘বি’ গ্রুপে তারা তালিকার দুইয়ে আছে আমলারা। আর পাকিস্তানকে হারিয়ে দুই পয়েন্ট পায় ভারত। তারা আছে তালিকার একে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে আফ্রিকা আর শ্রীলংকার কাছে হেরে যায় ভারত।
ভারত একাদশ (সম্ভাব্য):
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব/রবিচন্দ্রন অশ্বিন, জাস্প্রিত বুমরাহ।
সাউথ আফ্রিকা একাদশ (সম্ভাব্য):
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়েইন পারনেল/অ্যান্ডিল ফেহলুকাওয়া, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ইমরান তাহির।
চ্যাম্পিয়নস ট্রফির ১১তম ম্যাচ
মুখোমুখি: সাউথ আফ্রিকা-ভারত
ভেন্যু: ওভাল
সময়: বিকাল ৩.৩০টায়
সরাসরি: গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন