‘সেমিফাইনালে বাংলাদেশ খুবই ভয়ংকর দল’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলের জন্য একটার পর একটা সৌভাগ্য বয়ে এনেছে। সেইসাথে দেখা গেছে তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্যও। ফলে সেমিফাইনালে বাংলাদেশ যেকোনো কিছু ঘটাতে পারে। এমনটাই মনে করেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম।
ইংল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর তিনি বলেন, “বাংলাদেশের ব্যাপারে ইউ নেভার নো সেমিফাইনালে যদি ভারত বা সাউথ আফ্রিকা যাকেই পায়, ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর যারা ঘুরে দাঁড়াতে পারে সেক্ষেত্রে এখন প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ”
মোহাম্মদ ইসাম বলেন, এই টুর্নামেন্টে ভাগ্য-দুর্ভাগ্য মিলে এমনটা হয়েছে। টুর্নামেন্টের ক্রিকেট এমনই হয়। বাংলাদেশ খুব ভাগ্যবান যে অস্ট্রেলিয়ার সাথে এক পয়েন্ট পেয়েছে। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেল। তবে একটা কথা মনে রাখতে হবে যে তিনটা দল বাংলাদেশের বিপক্ষে খেলেছে তারা সবাই সমীহ করেই খেলেছে।
‘গত দুই বছরে বাংলাদেশের যে উন্নতি হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা তারা ডিজার্ভ করে’ বলেন এই ক্রিকেট বিশ্লেষক।
শনিবার বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তাকিয়ে ছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটির দিকে। কারণ আগেই জানা গিয়েছিল এই ম্যাচটির ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী ধাপে খেলার ভবিষ্যৎ।
টসে জিতে ইংল্যান্ড দল ৯ উইকেটে ৫০ ওভারে ২৭৭ রান করে। জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়ার সামনে যেন প্রতিপক্ষ হয়ে ওঠে ইংল্যান্ডকে ছাপিয়ে বৃষ্টি। বৃষ্টির বাধা খেলায় বিঘ্ন ঘটার পর খেলার রেজাল্ট হয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এবং ৪০ রানে হেরে যায় অসিরা। ফলে শেষ চারে খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ দলের। হোটেলে বসে এই খেলা দেখেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
বৃহস্পতিবার এজবাস্টনে হবে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত অথবা সাউথ আফ্রিকা। আজকের ম্যাচের পরই তা জানা যাবে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দল শুরু করেছিল ইংল্যান্ডের সাথে পরাজয় দিয়ে। পরের ম্যাচের অস্ট্রেলিয়ার বিপক্ষেও যখন জয়ের সম্ভাবনা অনেকটা ক্ষীণ তেমন অবস্থায় বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুইদল।
তবে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে যখন জয়ের কোনো বিকল্পই ছিল না, সেদিন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের লড়াকু ইনিংসের সুবাদে ঠিকই জয় তুলে নেয় বাংলাদেশ।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিতে পারে বলে শুরুতে ক্রিকেট বিশ্লেষকরা যে সম্ভাবনার কথা বলেছিলেন সেখানে এখন অস্ট্রেলিয়া ছিটকে গেল।
মোহাম্মদ ইসাম মনে করেন, ইংল্যান্ড শুরু থেকেই এখনো ফেভারিট। আর সবচেয়ে দুর্ভাগ্যের শিকার হয়েছে অস্ট্রেলিয়া। কারণ তারা একটি খেলাও পুরোপুরি খেলতে পারলো না।
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা কারা তুলে নিতে পারে সেটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা এ পর্যায়ে এসে মুশকিল বলেও জানালেন ইসাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন