সেমিফাইনালে শীর্ষ ব্যাটসম্যান আর অলরাউন্ডারের লড়াই
সাকিব আল হাসান আগে থেকেই ছিলেন ওয়ানডে ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার। সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। ফলে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে দেখা যাবে ওয়ানডের সেরা ব্যাটসম্যান ও সেরা অলরাউন্ডারের লড়াই।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কোহলি খেলেছিলেন ৮১ রানের অপরাজিত ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার জ্বলে উঠেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন ভারতের অধিনায়ক। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির তিনটি ম্যাচেই ভালো নৈপুণ্য দেখাতে না পারায় ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতে হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। দুই ধাপ নেমে ডি ভিলিয়ার্স এখন চলে গেছেন তৃতীয় স্থানে। তাঁর জায়গাটা দখল করেছেন কোহলি। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার আছেন দ্বিতীয় স্থানে।
ওয়ানডের অলরাউন্ডার র্যাংকিংয়ে কোনো রদবদল হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক শতরানের ইনিংস খেলে শীর্ষস্থানটা আরো পাকাপোক্ত করেছেন সাকিব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আফগানিস্তানের মোহাম্মদ নবী। ফলে ফাইনালে সেরা ব্যাটসম্যান কোহলি আর সেরা অলরাউন্ডার সাকিবের জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
ওয়ানডের বোলিং র্যাংকিংয়ে এসেছে বড় পরিবর্তন। চার ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ১৮ ধাপ এগিয়ে ওয়ানডের বোলিং র্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান।
ওয়ানডে র্যাংকিংয়ের হিসাবে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার আছেন ১৭তম স্থানে। মুশফিকুর রহিম আছেন ২১তম অবস্থানে। আর বোলিংয়ে সবচেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান (১৬তম)। তারপরই আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (১৮তম)। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আছেন ২১তম অবস্থানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন