বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেরা চারে যাওয়ার আশা বেঁচে রইল রংপুরের

টানা চার ম্যাচ পরাজয়ের পর জয়ের মুখ দেখল রংপুর রাইডার্স। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসকে ২৯ রানে হারাল সৌম্য-আফ্রিদির দল।

এই জয়ের ফলে সেরা চারে যাওয়ার লড়াইয়ে আশা জিইয়ে রাখল রংপুর। তাদের হাতে রয়েছে আরও একটি ম্যাচ। অন্যদিকে সেরা চারে যাওয়ার আশা শেষ হয়ে গেল বরিশাল বুলস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে বরিশালকে ১৫৫ রানের টার্গেট দেয় রংপুর। সেই রান তাড়া করতে গিয়ে দলীয় ২ রানেই প্রথম উইকেটের পতন ঘটে বরিশালের সোহাগ গাজীর বলে মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রায়াদ এমরিট (১)। এরপর দলীয় ১৬ রানে সোহাগের দ্বিতীয় শিকারে পরিণত হন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহিম (১)। এভাবেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। নাইম ইসলামের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন জীবন মেন্ডিস (১২)। এরপর শহীদ আফ্রিদির বলে উইকেট কিপার মোহাম্মদ শেহজাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে ২ বাউন্ডারিতে ২১ রান করা ফজলে মাহমুদ।

দারুণ নির্ভরতার প্রতীক হয়ে খেলতে থাকা দাউয়িদ মালানকে নিজের প্রথম শিকারে পরিণত করেন আনোয়ার আলী। ২৩ বলে ৬ বাউন্ডারিতে ৩০ রান করে মালান উইকেট কিপার শেহজাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। বরিশালের আশা হয়ে ক্রিজে তখনো আছেন শাহরিয়ার নাফীস। এর মধ্যেই দলীয় ১০৪ রানে শহীদ আফ্রিদীর বলে নাইম ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন থিসারা পেরেরা। তিনি ১৭ বলে ২ চার এবং ১ ছক্কায় ২৪ রান করে ফেরেন। নাফীসও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫ রানের ব্যবধানে ব্যক্তিগত ১৪ রানে লিওন ডসনের বলে আরাফাত সানির হাতে ক্যাচ দেন তিনি।

এরপর দ্রুত উইকেট পতনে ১৮.২ ওভারে ১২৫ রানেই শেষ হয় বরিশালের ইনিংস।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে যথারীতি সৌম্য সরকারের উইকেট হারায় রংপুর রাইডার্স। দলের রান তখন ২৯। ১২ বলে ১ চার এবং ১ ছক্কায় করা ১৭ রানে কামরুল ইসলাম রাব্বীর বলে শাহরিয়ার নাফীসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ফর্মহীনতায় ভোগা জাতীয় দলের এই ওপেনার। তবে এরপর লম্বা জুটি গড়েন মোহাম্মদ শেহজাদ এবং মোহাম্মদ মিথুন।

শেহজাদ-মিথুনের ৭৫ রানের জুটিতে বিপদ মুক্ত হয় রংপুর। রায়াদ এমরিতের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ৪০ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে শেহজাদ করেন ৪৮ রান। এরপর ছোট্ট একটা ধস নামে রংপুরের ইনিংসে। ১২ রানের ব্যবধানে ফিরে যান আরও দুই ব্যাটসম্যান। কামরুল ইসলাম রাব্বীর দ্বিতীয় শিকার হয়ে সেই শাহরিয়ার নাফীসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ রান করা শহীদ আফ্রিদি। এরপর দারুণ খেলতে থাকা মোহাম্মদ মিথুনকে থিসারা পেরেরা তাইজুল ইসলামের ক্যাচে পরিণত করেন। আউট হওয়ার আগে তিনি ৪১ বলে ১ চার এবং ১ ছক্কায় ৩৮ রান করেন।

দলীয় ১৩৮ রানে থিসারা পেরেরার দ্বিতীয় শিকার হন আনোয়ার আলী (৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে রংপুর।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস এবং রাজশাহী কিংস। ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন ও সনি সিক্স এ।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির