সেরা দশে নেই মেসি!
খেলোয়াড়ি নৈপুণ্যে তো বটেই, ‘বাজারি মূল্য’ বিবেচনায়ও ফুটবল বিশ্বে মেসির নাম থাকে এক বা দুই নম্বরে। তবে বিশ্বখ্যাত অর্থবিষয়ক সাময়িকী ফোর্বসের বিশ্লেষণ বলছে, ক্রীড়া বিশ্বের বড় গণ্ডিতে সেরা দশেও নেই বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।
আর্থিক মূল্য বিবেচনায় ২০১৫ সালের দামি দশ ক্রীড়াবিদের মধ্যে জায়গা হয়নি লিওনেল মেসির। অথচ এক বছর আগেও প্রায় ১২ মিলিয়ন ডলার মূল্য নিয়ে তার অবস্থান ছিল নয় নম্বরে। অবশ্য মেসির মতো অবনমন ঘটেছে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোরও। গত বছর সাত নম্বরে থাকা সিআর সেভেনের এবারের অবস্থান অষ্টম।
মজার ব্যপার, ফুটবল বিশ্বের সেরা দুই তারকাকে টপকে অনেক সামনে জায়গা করে নিয়েছেন একজন ক্রিকেটার। ২১ মিলিয়ন ডলার মূল্য নিয়ে বিশ্বের পঞ্চম দামি ক্রীড়াবিদ ভারতের ওয়ানডে অধিানায়ক মহেন্দ্র সিং ধোনি। তার পেছনে আরও আছেন উসাইন বোল্ট মেওয়েদাররা।
তালিকার প্রথম দুটি স্থানে অবশ্য চমক নেই। ৩০ মিলিয়ন ও ২৮ মিলিয়ন ডলার মূল্য নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে দুই আমেরিকান গলফার টাইগার উডস এবং ফিল ম্যাকেলসন। তৃতীয় স্থানে থাকা একই দেশের বাস্কেটবল তারকা লেবর্ন জেমসের পরের জায়গায় সুইস টেনিস তারকা রজার ফেদেরার।
দামি দশ ক্রীড়াবিদ :টাইগার উডস (গলফ), ফিল মিকেলসন (গলফ), লেবর্ন জেমস (বাস্কেটবল), রজার ফেদেরার (টেনিস), এমএস ধোনি (ক্রিকেট), উসাইন বোল্ট (অ্যাথলেটিকস), কেভিন ডুরান্ট (বাস্কেটবল), ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল), ররি ম্যাকলরি (গলফ), ফ্লয়েড মেয়ওয়েদার (বক্সিং)।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন