সেরা দুই তারকা মেসি-রোনালদোর পর্যায়েই আছে নেইমার: রোনালদিনহো

পিএসজির বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে শেষ আটে নিয়ে গেছেন নেইমার। এরপর থেকেই ব্রাজিলিয়ান এই তারকার প্রশংসায় পঞ্চমুখ সবাই। এবার নেইমারকে প্রশংসায় ভাসালেন তারই স্বদেশি ও সাবেক বার্সা তারকা রোনালদিনহো। নেইমারের প্রশংসা করে রোনালদিনহো বলেন, বর্তমান সময়ের সেরা দুই তারকা মেসি-রোনালদোর পর্যায়েই আছে নেইমার।
নেইমারকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে দুবাইয়ে গালফ নিউজকে রোনালদিনহো বলেন, `নেইমার আমার ঘনিষ্ঠ বন্ধু আর এখন সে ব্রাজিলের সবচেয়ে বড় আইডল। বর্তমানে সে মেসি ও রোনালদোদের কাতারেই আছে। আমরা সত্যিকার অর্থেই আশা করছি, তার সাফল্য ধরে রাখবে এবং ব্যালন ডি`অর জিতবে।`
সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে ক্লাবের হয়ে এরই মধ্যে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন নেইমার।
এদিকে নিজের সময়কার বার্সেলোনার সঙ্গে বর্তমান দলের তুলনা করায় আপত্তি রোনালদিনহোর। দুইবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় রোনালদিনহো বলেন, `আমি তুলনা কখনো পছন্দ করি না। আমরা দুর্দান্ত একটি দল ছিলাম এবং আজকের বার্সেলোনাও বড় মাপের খেলোয়াড় ও ব্যক্তিদের নিয়ে দারুণ একটি দল।`
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন