বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেরা নায়ক শাকিব-মাহফুজ, নায়িকা জয়া

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ ঘোষণা করেছে সরকার। এবার যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ‘আরো ভালোবাসবো তোমায়’ এর জন্য শাকিব খান ও ‘জিরো ডিগ্রী’র জন্য মাহফুজ আহমেদ।

‘জিরো ডিগ্রী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য জয়া আহসান হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী।

শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’। এ দুটি চলচ্চিত্রের জন্য মো. রিয়াজুল মওলা রিজু ও মোরশেদুল ইসলাম যৌথভাবে সেরা পরিচালক হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সবচেয়ে বেশি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ‘বাপজানের বায়োস্কোপ’। এ চলচ্চিত্রটি নয় ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে।

আজীবন সম্মাননা পাচ্ছেন যুগ্মভাবে শাবানা ও ফেরদৌসি রহমান।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র মনোনীত হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি।’

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন) ও শ্রেষ্ঠ অভিনেত্রীর তমা মির্জা (নদীজন)।

খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন), শ্রেষ্ঠ শিশু শিল্পী যারা যারিব (প্রার্থনা), শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছে প্রমিয়া রহমান (প্রার্থনা)।

এছাড়া শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন)।

যুগ্মভাবে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন সুবীর নন্দী (গান-তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র-মহুয়া সুন্দরী) ও এস আই টুটুল (গান-উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ)। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন প্রিয়াংকা গোপ (গান-আমার সুখ সে তো, চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন)।

শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম (গান-উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ) ও শ্রেষ্ঠ সুরকারে পুরস্কার পাচ্ছেন এস আই টুটুল (গান-উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ)।

এবার শ্রেষ্ঠ কাহিনীকার মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) এবং যুগ্মভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)।

হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন) শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ) শ্রেষ্ঠ সম্পাদক, সামুরাই মারুফ (জিরো ডিগ্রী) শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল) শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, রতন কুমার পাল (জিরো ডিগ্রী) শ্রেষ্ঠ শব্দগ্রাহক, মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল) শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এবং শফিক (জালালের গল্প) শ্রেষ্ঠ মেক-আপম্যানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় দেয়। এক্ষেত্রে আঠার ক্যারেট মানের ১৫ গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের একটি রেপ্লিকা, একটি সম্মাননাপত্র দেওয়া হয়। একই সঙ্গে তুলে দেওয়া হয় নির্ধারিত অর্থের চেক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে আজীবন সম্মাননাপ্রাপ্তকে এক লাখ টাকা। শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজক ও শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

এছাড়া শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালককে ৫০ হাজার টাকা ও অন্যান্য ক্ষেত্রে ত্রিশ হাজার টাকা করে দেওয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত