সেরা পাঁচ জনের মধ্যে নেইমার একজন!

বর্তমান বিশ্ব ফুটবলের সেরা পাঁচ তরুণ প্রতিভাবান ফুটবলারকে বেছে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই তালিকায় জায়গা পেয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার।
লিওনেল মেসি, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেনের মতো তিন বা তারও বেশিবার ব্যালন ডি’অর জেতা এলিট খেলোয়াড় রোনালদো।প্রতিপক্ষের জন্য হুমকির এক নাম। বর্তমান ফুটবলের সেরা এই রোনালদোর কাছেই জানতে চাওয়া হয়েছিল এই সময়ে প্রতিশ্রুতিশীল ৫ তারকার কথা।
এরপর রোনালদো বলেন, ‘সম্ভাবনা আছে এমন অনেক খেলোয়াড়ই পাবেন। আমি উল্লেখ করবো মাদ্রিদের (মার্টিন) ওডেগার্ডের কথা। ১৬ বছর বয়সে এখনো তরুণ সে। কিন্তু সে খুব ভালো একজন খেলোয়াড়।” এই সময় তিনি আরও বলেন, ‘উদাহরণ হিসেবে বলবো (ইডেন) হ্যাজার্ডের কথা, ম্যানচেস্টারের নাম্বার সেভেন (মেমফিস) ডিপে ভালো খেলোয়াড়। আরও আছে (পল) পগবা, হয়তো নেইমারও।‘
২০০৩ সালে ১২ মিলিয়ন পাউন্ডে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তরুণ বয়স থেকেই প্রতিভার দ্যুতি ছড়িয়ে বেড়ে ওঠা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন কিংবদন্তিদের তালিকায়। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এর সাথে যোগ হয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। আর বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদে এসে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন সিআর সেভেন। লিগ শিরোপাও জিতেছেন একবার।
সূত্র : ডেইলি মেইল
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন