বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেরা ১০ ব্যাটসম্যানের একজন হতে চান তামিম

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে পথচলা শুরু হয় তামিম ইকবালের। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার ৬৭৭ রান, ওয়ানডেতে পাঁচ হাজার ২৫১ রান এবং টি-টোয়েন্টিতে এক হাজার ২০২ রান সংগ্রহ করেছেন বাঁ-হাতি এই ওপেনার। বলা যায়, বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তার দখলে।

ক্যারিয়ার শেষে নিজেকে আরও উঁচুতে দেখতে চান তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এই রান সংগ্রাহক। শুধু তাই নয়, জাতীয় দলের জার্সি খুলে রাখার আগে তামিমের স্বপ্ন শীর্ষ ১০ ব্যাটসম্যানের একজন হওয়া। দেশের শীর্ষ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথাই জানান ২৮ বছর বয়সী দেশসেরা এই ওপেনার।

তামিমের ভাষ্য, ‘ক্যারিয়ার শেষে শীর্ষ ১০ ব্যাটসম্যানের একজন হতে চাই। ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটসম্যান হওয়া খুবই কঠিন। তবে সমসাময়িক ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে থাকতে চাই। ’

সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে তামিম নাম লেখান বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিহাসের পাতায়। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজারী ক্লাবে জায়গা করে নিয়েছেন ড্যাশিং এই ওপেনার। তবে এখানেই থামতে চান না তামিম।

এ প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করা গর্ব করার মতোই ব্যাপার। তবে এখানেই শেষ নয়। আমার স্বপ্ন আরও বড়। যত দিন খেলব, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, চেষ্টা করব আরও বেশি রান করার। ’

তিন ফরম্যাটই নয়, ক্রিকেটের নির্দিষ্ট কোন সংস্করণে ১০ হাজার রান করার স্বপ্নও দেখেন ২৮ বছর বয়সী তামিম, ‘কার না এমন স্বপ্ন থাকে! যদি স্বপ্ন না দেখি, সেটা অর্জন করতে পারব না। তবে ১০ হাজার রান করতে হলে আমাকে সেভাবে খেলতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এটা এমন নয় যে, ভাবলাম আর হয়ে গেল!’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে ১০ বছর পার করা তামিম জানালেন যাত্রাটা মোটেও সহজ ছিল না। তবে সব মিলিয়ে যেভাবে কেটেছে সময়টা তাতে খুশি বাঁ-হাতি এই ওপেনার, ‘যাত্রাটা মোটেও সহজ ছিল না। যখন শুরু করি, ঝটপট কিছু সাফল্য পেয়েছিলাম। ২০০৭ বিশ্বকাপে ভালো করেছিলাম। পরে ক্যারিয়ার নিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। একজন ব্যাটসম্যান হিসেবে তখন আমার অনেক দুর্বলতা ছিল। দুর্বলতা এখনো যে পুরোপুরি কাটিয়ে উঠেছি, তা নয়। তবে মনে করি, অনেক কিছু কাটিয়ে উঠতে পেরেছি। এটা একটা ইতিবাচক দিক। আবার অনেক কিছু এখনো কাটিয়ে উঠতে পারিনি। সব মিলিয়ে ১০টা বছর যেভাবে কেটেছে, আমি খুশি। আর এতটা সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটাও গর্বের বিষয়। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি