শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেরা ১০ ব্যাটসম্যানের একজন হতে চান তামিম

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে পথচলা শুরু হয় তামিম ইকবালের। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার ৬৭৭ রান, ওয়ানডেতে পাঁচ হাজার ২৫১ রান এবং টি-টোয়েন্টিতে এক হাজার ২০২ রান সংগ্রহ করেছেন বাঁ-হাতি এই ওপেনার। বলা যায়, বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তার দখলে।

ক্যারিয়ার শেষে নিজেকে আরও উঁচুতে দেখতে চান তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এই রান সংগ্রাহক। শুধু তাই নয়, জাতীয় দলের জার্সি খুলে রাখার আগে তামিমের স্বপ্ন শীর্ষ ১০ ব্যাটসম্যানের একজন হওয়া। দেশের শীর্ষ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথাই জানান ২৮ বছর বয়সী দেশসেরা এই ওপেনার।

তামিমের ভাষ্য, ‘ক্যারিয়ার শেষে শীর্ষ ১০ ব্যাটসম্যানের একজন হতে চাই। ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটসম্যান হওয়া খুবই কঠিন। তবে সমসাময়িক ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে থাকতে চাই। ’

সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে তামিম নাম লেখান বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিহাসের পাতায়। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজারী ক্লাবে জায়গা করে নিয়েছেন ড্যাশিং এই ওপেনার। তবে এখানেই থামতে চান না তামিম।

এ প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করা গর্ব করার মতোই ব্যাপার। তবে এখানেই শেষ নয়। আমার স্বপ্ন আরও বড়। যত দিন খেলব, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, চেষ্টা করব আরও বেশি রান করার। ’

তিন ফরম্যাটই নয়, ক্রিকেটের নির্দিষ্ট কোন সংস্করণে ১০ হাজার রান করার স্বপ্নও দেখেন ২৮ বছর বয়সী তামিম, ‘কার না এমন স্বপ্ন থাকে! যদি স্বপ্ন না দেখি, সেটা অর্জন করতে পারব না। তবে ১০ হাজার রান করতে হলে আমাকে সেভাবে খেলতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এটা এমন নয় যে, ভাবলাম আর হয়ে গেল!’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে ১০ বছর পার করা তামিম জানালেন যাত্রাটা মোটেও সহজ ছিল না। তবে সব মিলিয়ে যেভাবে কেটেছে সময়টা তাতে খুশি বাঁ-হাতি এই ওপেনার, ‘যাত্রাটা মোটেও সহজ ছিল না। যখন শুরু করি, ঝটপট কিছু সাফল্য পেয়েছিলাম। ২০০৭ বিশ্বকাপে ভালো করেছিলাম। পরে ক্যারিয়ার নিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। একজন ব্যাটসম্যান হিসেবে তখন আমার অনেক দুর্বলতা ছিল। দুর্বলতা এখনো যে পুরোপুরি কাটিয়ে উঠেছি, তা নয়। তবে মনে করি, অনেক কিছু কাটিয়ে উঠতে পেরেছি। এটা একটা ইতিবাচক দিক। আবার অনেক কিছু এখনো কাটিয়ে উঠতে পারিনি। সব মিলিয়ে ১০টা বছর যেভাবে কেটেছে, আমি খুশি। আর এতটা সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটাও গর্বের বিষয়। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!