সেরেনার অলিম্পিক স্বপ্ন ভেঙে চুরমার

স্বপ্ন ছিল জিতবেন পঞ্চম অলিম্পিক পদক। টার্গেট ছিল অলিম্পিক টেনিসে নারী এককের শ্রেষ্ঠত্ব ও সোনা ধরে রাখা। কিন্তু সেরেনা উইলিয়ামসের স্বপ্ন ভেঙে চুরমার। বিশ্বের ১ নম্বর এই খেলোয়াড়কে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিলেন ইউক্রেনের এলিনা সভিতোলিনা। পুরুষ এককে বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচও বিদায় নিয়েছেন। দুই বিভাগের দুই বিশ্ব সেরা এভাবে বিদায় নেওয়ায় এবারের অলিম্পিক টেনিস গ্ল্যামার হারালো।
রিও অলিম্পিক সেরেনার জন্য দুঃস্বপ্নের হয়ে রইলো। বড় বোন ভেনাস উইলিয়ামসের সাথে ২০১২ লন্ডন অলিম্পিকে জিতেছিলেন দ্বৈতের শিরোপা। কিন্তু এবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। ৩৪ বছরের সেরেনার অলিম্পিক ক্যারিয়ারও সম্ভবত এককের হারের সাথে শেষ হয়ে গেলো। তার চেয়ে ১৩ বছরের ছোটো সভিতোলিনা তাকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ এ।
“যে ভালো খেলেছে সেই জিতেছে-” বলেছেন সেরেনা। কাঁধের ইনজুরিটা তাকে ভোগাচ্ছিল। এই ম্যাচে আটটি ডাবল ফল্ট করেছেন। দ্বিতীয় সেটের এক গেমেই করেছেন পাঁচটি। যা সেরেনার সাথে যায় না। ৩৭টি আনফোর্সড এররও হয়েছে তার। হারার কষ্ট নিয়ে সেরেনা বলেছেন, “অসাধারণ সুযোগ ছিল। কিন্তু কাজে আসলো না। আমি তা চেয়েছিলাম। তবে অন্তত রিওতে তো আসতে পারলাম। এটাও আমার অন্যতম লক্ষ্য ছিল।”
পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও ২০০৮ এর চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ভালো ভাবেই এগিয়ে চলেছেন। সরাসরি সেটে জিতেই দুজন তৃতীয় রাউন্ডে গেছেন। বৃটন মারে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান মোনাকোকে। আর স্প্যানিয়ার্ড নাদাল জিতেছেন ইতালির আন্দ্রিয়াস সেপ্পির বিপক্ষে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন