সেলফিতে বাড়ছে দাঁতের সার্জারির কদর

মস্তিষ্কবিভ্রাট হলে মানুষ কি না করে! আর হাল আমলে এই মস্তিষ্ক বিভ্রাটের একটি বড় কারণ হলো সেলফি। যে করেই সেলফি তোলায় পাল্লা দিতে হবে বন্ধুদেরকে। এর জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না তরুণ-তরণীরা। এই সেলফি কাণ্ডে অনেকের অনেকরকম ক্ষতি হলেও লাভ হচ্ছে দাঁতের ডাক্তারদের। এবার প্রশ্ন হলো সেলফির সঙ্গে দাঁতের ডাক্তারের কি সম্পর্ক?
সাধারণ ছবিতে দাঁত খুব একটা চোখে না পড়লেও সেলফিতে চোখে পড়ে। কাছ থেকে তোলা হয় বলে সহজেই ধরা পড়ে যায় দাঁতের নানারকম খুঁত। আর এতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে সেলফির ‘মডেলদের’। তাই দাঁত ঠিক করতে লাইন বাড়ছে দাঁতের ডাক্তারদের চেম্বারে।
ডেন্টিস্টরা জানাচ্ছেন, শুধু সেলফিতে দেখতে খারাপ লাগছে বলে দাঁতের সার্জারি করাতে চাচ্ছেন এমন মানুষের সংখ্যা বাড়ছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে দাঁতের সমস্যা থাকে না। সাধারণত সব মানুষের সামনের দাঁত দুটি একটু বড় হয়। সেলফি খুব কাছ থেকে তোলা হয় বলে দাঁতগুলো আরো বড় বড় দেখতে লাগে যাকে বলে ‘হর্সি টিথ’। কিন্তু এজন্য সার্জারির কোনো প্রয়োজন পড়ে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন