সেলফি তুলতে গিয়ে নৌকাডুবিতে ৩ বন্ধুর মৃত্যু
বন্ধুর জন্মদিন পালন করার সময় মাঝ নদীতে সেলফি তুলতে গিয়ে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এতে নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।
সূত্রে জানা যায়, নৌকায় চড়ে বন্ধুর জন্মদিন একটু বিশেষভাবে পালন করতে ভাড়া নৌকা নিয়ে নাগপুরের কাছে বেনা নদীতে যায় ৯ জন শিক্ষার্থী। এ সময় তাদের সঙ্গে ছিলো দু’জন মাঝিও।
নৌকায় উঠেই আনন্দ-উল্লাসে মেতে ওঠে তারা। কিন্তু কিছু দূর যাওয়ার পরই ঘটে বিপত্তি।
শিক্ষার্থীরা ফেসবুক লাইভ দেয়া শুরু করে। এ সময় মাঝিরা তাদের শান্ত হয়ে বসতে বললেও কর্ণপাত করেনি তারা।
এক পর্যায়ে শিক্ষার্থীরা গ্রুপ সেলফি তোলার জন্য সবাই নৌকার একপাশে জড়ো হয়। আর এ সময়ই ঘটে মর্মান্তিক ঘটনা। নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায় সবাই।
এ ঘটনায় তিন জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছে আরও ৫ জন। ২ মাঝিসহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
নৌকায় থাকা প্রত্যেকেরই বয়স ২০/২৫ বছরের মধ্যে ছিল বলে পুলিশ জানিয়েছে।
নাগপুরের পুলিশ সুপার শৈলেশ বলকাওয়াড়ে জানান, রোববার রাতেই জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন