সেলফি তুলতে গিয়ে বেশি মৃত্যু হয় ভারতে
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনায় ভারতের স্থান প্রথম। আমেরিকার কার্নেগি মেলান বিশ্ববিদ্যালয় এবং দিল্লির ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির একটি যৌথ গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ‘মি, মাইসেল্ফ অ্যান্ড মাই কিলফি : কারেক্টারাইজিং অ্যান্ড প্রিভেনশন সেলফি ডেথ’ শিরোনামে ওই গবেষণাটি পরিচালনা করা হয়।
ইন্টারনেট দুনিয়া ও মূলত সোশ্যাল মিডিয়ায় খোঁজ চালিয়ে গবেষকরা দেখেছেন, ২০১৪ সাল পর্যন্ত মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে ‘বিপজ্জনকভাবে’ সেলফি তুলতে গিয়ে। ভারতের পরেই সেলফি জনিত মৃত্যুর কারণে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তৃতীয় স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
গবেষকদের মতে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে চাওয়ার তীব্র চেষ্টাই মানুষকে ঠেলে দিচ্ছে এই মৃত্যুঝুঁকির দিকে। বেশি বেশি ‘লাইক’ আর ‘কমেন্ট’ পাওয়ার নেশাই তাদের এই করুণ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। গবেষকদের আশা, এই পরিসংখ্যান হয়তো মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে। মানুষ হয়ত আর বিপজ্জনকভাবে ছবি তুলতে গিয়ে ছবি হয়ে যেতে চাইবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন