‘সেলফি তোলার পর’ কলেজছাত্রীর আত্মহত্যা
কপালে কয়েক ফোঁটা ঘাম। নিরীহ চেহারা। দেখে মনে হয়, সেলফিটি বিষণ্ন কোনো কিশোরীর। অথচ সেই সেলফিটিই জান্নাতুল মাওয়া মাহিম নামের এক কলেজছাত্রী আত্মহত্যার আগের মুহূর্তে তুলেছে বলে ধারণা করছে পুলিশ।
জান্নাতুল মাওয়া সাতক্ষীরা শহরের কাছে কাশিমপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালের কোনো এক সময় নিজ ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহননের পথ বেছে নেন জান্নাতুল মাওয়া মাহিম নামের ওই কলেজছাত্রী। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন মাওয়াদের বাড়িতে যান। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
হিমেল হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে তিনি মাহিমের ব্যবহৃত একটি মুঠোফোন হাতে পান। এতেই তিনি মাহিমের সেলফি দেখতে পান।
হিমেল হোসেন জানান, তাঁর ধারণা গলায় ওড়না পেচিয়ে সেলফি তুলে মাহিম। পরে সেলফি ধারণ করা মুঠোফোনটি নিচে ফেলে ঝুলে পড়ে সে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন