‘সেলিব্রেটি ফেস্টে’ তামিম-আয়েশা জুটি

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি সেলিব্রেটিদের অংশগ্রহণে আয়োজন করে ‘সেলিব্রেটি ফেস্ট’ নামক অনুষ্ঠানের। ঈদের বিশেষ এ আয়োজনে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল ও তার সহধর্মিণী আয়েশা সিদ্দিক।
জিটিভির বিশেষ এ আয়োজনে সামিয়া আফরিনের উপস্থাপনায় দীর্ঘ ২০ মিনিট নিজেদের দাম্পত্য জীবন ছাড়াও আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তামিম দম্পতি, জবাব দেন উপস্থাপিকার একাধিক প্রশ্নের।
তামিম-আয়েশার কোলজুড়ে আলো করে থাকা আরহামের জন্মের পর তাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে জানতে চাইলে আয়েশা জানান, আগে তামিম ইকবালের প্রতি আলাদা যত্ন নেওয়া সম্ভব হলেও আরহামের জন্মের পর এখন নিজের সারাদিনের ধ্যানধারণা জুড়েই থাকে ছোট্ট আরহাম।
অন্যদিকে একজন স্বামী ও বাবা হিসেবে তামিম ইকবাল কেমন প্রশ্ন করা হলে সেলিব্রেটি ফেস্টে আয়েশা জানান, একজন স্বামী হিসেবে তামিম ইকবাল বরাবরই বেশ যত্নশীল, আর বাবা হিসেবে যেন আরো বেশি উদার। ছেলে আরহামের প্রতি নিজের ভালোবাসা যেন ফুরন্ত তামিম ইকবালের সাথে যত্নের বিষয় তো আছেই।
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিজেদের সম্পর্কের কথা ব্যক্ত করতে গিয়ে তামিম ইকবাল বলেন, বিয়ের আগে দুজনের মধ্যে যে সম্পর্কটা বজায় ছিল আজও তা বিদ্যমান। তাছাড়া তামিম ইকবাল ও আয়েশার মধ্যকার সম্পর্কের শুরু থেকে আজ পর্যন্ত কোন সময়টা বেশি স্মরণীয় জানতে চাওয়া হলে তামিম জানান, নিজেদের সম্পর্কের প্রথম বছরের কথা যদিও আয়েশার মতে শেষ/ গত বছরটা বেশি স্মরণীয়। কেননা এ বছর জুড়ে তামিম ইকবালের নজর জুড়ে একটু বেশিই যত্নের ছোঁয়া মিলেছে।
ক্রিকেট মাঠে খারাপ সময় মোকাবেলা করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি কথাবার্তা সম্পর্কে জানতে চাওয়া হলে তামিম জানান, প্রথমে এ সকল বিষয়ে আবেগ কাজ করলেও এখন অযৌক্তিকই মনে তার, তাই আর এসকল বিষয়কে পাত্তা দেন না বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন