সে আমাদের দলের বিশেষ প্রতিভা
সে দারুণ প্রতিভাবান। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে এলো। কিন্তু তার খেলা দেখে কখনওই মনে হবে না সে মাত্রই এই পর্যায়ে খেলছে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেট প্রতিভাবান খুঁজে পেয়েছে। আমি তার ভবিষ্যত দেখতে পারছি। সে ভবিষ্যতেও দারুণ করবে।
এভাবে টাইগার দলের নতুন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সম্পর্কে গুণগান গাইলেন ওয়েস্টইন্ডিজের দুইবারের শিরোপা জয়ী ড্যারেস সামী।
শনিবার দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের এই লিজেন্ট।
বিপিএলে চতুর্থ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা সামী বলেন, ‘ইংল্যান্ডের সেরা দলের বিপক্ষে তাকে ভালো করে দেখেছি আমি। বিপিএলেও সে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাকে বোলিংয়ে আনলেই মনে হয় এখন কিছু হতে যাচ্ছে। দলের অর্ধেক কাজ সে একাই করে দেয়। সে আমাদের দলের বিশেষ প্রতিভা।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন