‘সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ’

অনেকদিন ধরে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার মাঝে ঝগড়া চলে আসছে বলে বিভিন্ন সময় শোনা গেলেও এখন জানা গেল ভিন্ন কথা। সিদ্ধার্থ আর ক্যাটরিনার মাঝে দূরত্ব কমছে অপরদিকে আলিয়া ও বরুণের মাঝেও চলছে খুনসুটি। এরকম সংবাদের ভিত্তিতে সিদ্ধার্থ ও আলিয়ার ভালবাসার সংসারে যে আগুন লেগেছে তা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
মূলত তারা দুইজনে নিজেদের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ ‘বার বার দেখো’ সিনেমায় কাজের সুবাদে ক্যাটরিনার সাথে কাজ করছে আর আলিয়া ‘বদরিনাথ কি দুলহানিয়া’ সিনেমার কাজে বরুণের সাথে বেশি সময় অতিবাহিত করছেন। আলিয়া ও সিদ্ধার্থ একে-অপরের কাজের গুরুত্ব খুব ভাল করেই জানেন।
আগামী ১৭ই জুন আলিয়া ও শহীদ কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই সিনেমার প্রচারণার কাজে এক সাক্ষাৎকারে আলিয়া জানান, ‘আমি সিদ্ধার্থের সাথে কোন ঝগড়া করি নি। তার সাথে ঝগড়া করার জন্য আমার কাছে কোন কারণ নেই। সে সবসময় আমার খুব কাছের বন্ধু হয়ে থাকবে। আমি তাকে তার ডিনার ডেট ও সেই রহস্যময় মেয়ের বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, তখন সিদ্ধার্থ জানান, আমি কোন ডেটে যাই নি। সে একটানা কাজ করে চলেছেন। আমি তাকে এখন দীর্ঘসময় ধরে জানি। আমরা একে-অপরের সাথে অনেক সময় অতিবাহিত করেছি। তার প্রতি আমার মাঝে বিশাল ভাল লাগা কাজ করে এবং সে সবসময় আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে থাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন