‘সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ’

অনেকদিন ধরে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার মাঝে ঝগড়া চলে আসছে বলে বিভিন্ন সময় শোনা গেলেও এখন জানা গেল ভিন্ন কথা। সিদ্ধার্থ আর ক্যাটরিনার মাঝে দূরত্ব কমছে অপরদিকে আলিয়া ও বরুণের মাঝেও চলছে খুনসুটি। এরকম সংবাদের ভিত্তিতে সিদ্ধার্থ ও আলিয়ার ভালবাসার সংসারে যে আগুন লেগেছে তা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
মূলত তারা দুইজনে নিজেদের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ ‘বার বার দেখো’ সিনেমায় কাজের সুবাদে ক্যাটরিনার সাথে কাজ করছে আর আলিয়া ‘বদরিনাথ কি দুলহানিয়া’ সিনেমার কাজে বরুণের সাথে বেশি সময় অতিবাহিত করছেন। আলিয়া ও সিদ্ধার্থ একে-অপরের কাজের গুরুত্ব খুব ভাল করেই জানেন।
আগামী ১৭ই জুন আলিয়া ও শহীদ কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই সিনেমার প্রচারণার কাজে এক সাক্ষাৎকারে আলিয়া জানান, ‘আমি সিদ্ধার্থের সাথে কোন ঝগড়া করি নি। তার সাথে ঝগড়া করার জন্য আমার কাছে কোন কারণ নেই। সে সবসময় আমার খুব কাছের বন্ধু হয়ে থাকবে। আমি তাকে তার ডিনার ডেট ও সেই রহস্যময় মেয়ের বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, তখন সিদ্ধার্থ জানান, আমি কোন ডেটে যাই নি। সে একটানা কাজ করে চলেছেন। আমি তাকে এখন দীর্ঘসময় ধরে জানি। আমরা একে-অপরের সাথে অনেক সময় অতিবাহিত করেছি। তার প্রতি আমার মাঝে বিশাল ভাল লাগা কাজ করে এবং সে সবসময় আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে থাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন