‘সৈকতে চাই ইন্টারনেট, নাইটলাইফ আর নগ্নতা’
ফ্লিপ ফ্লপ তাদের বার্ষিক জরিপ চালায় ভারতের ১২ হাজার তরুণ পর্যটকের ওপর। এদের সবার বয়স ১৮-২৫ বছরের মধ্যে। এরা পৃথিবীর ২৪টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। পর্যটন পোর্টাল এক্সপিডিয়ার প্রকাশিত এই গ্লোবাল জরিপের ফলাফলে বলা হয়, সমুদ্র সৈকতে অবসর কাটানোর ক্ষেত্রে তরুণ প্রজন্মের চাহিদা তিনটি- ইন্টারনেট সংযোগ, রাতের আনন্দময় জীবন এবং নগ্নতা।
ভারতীয় উপমহাদেশের তরুণ পর্যটকরা এতে অংশ নেন। এদের এক-চতুর্থাংশ জানান, সৈকতে প্রথমেই দরকার ইন্টারনেট সংযোগ। কারণ তারা এখানে বসেই অফিসের দরকারি কাজগুলো সারতে চান। প্রতি ১০ জনের ৪ জন সৈকতে ফ্রি ওয়াই-ফাই সংযোগ চান। সাধারণত ঘুরতে গেলে সবাই তার ছবি সোশাল মিডিয়ায় দিতে চান। তাই ইন্টারনেট খুবই জরুরি বিষয়। ৪৩ শতাংশ পর্যটক স্পা সেন্টারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেখানে থাকবে পেডিকিউর, ম্যানিকিউর ইত্যাদি। আবার ৪০ শতাংশ সৈকতে হাঁটার আগে চুল ঠিকঠাক করে নিতে সেলুন চান। এ ছাড়া রাতের সৈকতে যাবতীয় বিনোদনের ব্যবস্থা থাকাটা বাঞ্ছনীয় বলে মনে করেন পর্যটকরা। এ ছাড়া বিকিনি তো বটেই, নগ্নতার সুযোগও থাকা উচিত বলে অনেকেই মনে করেন।
ভারতীয় পর্যটকদের ৪৮ শতাংশ সৈকতে এমন পরিবেশ চান যেখানে শিশুদের নিয়ে যাওয়া যাবে। ৩৯ শতাংশ রাতে জাঁকজমকপূর্ণ আনন্দের ব্যবস্থা দাবি করেন। আর ২৪ শতাংশ মনে করেন, সৈকতে নগ্নতার সুযোগ থাকা দরকার। সূত্র : হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন