সৈয়দপুরে রানওয়েতে কাত হয়ে পড়ল যাত্রীবাহী বিমান
সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়েতে কাত হয়ে পড়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। শুক্রবার সকালে ৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি সৈয়দপুরে এসে নামে।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি অবতরণ করার পর নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের মূল ট্র্যাক থেকে সরে যায় এবং কিছুদূর গিয়ে ধান খেতের পাশে সামান্য কাত হয়ে থেমে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইউএস বাংলার সৈয়দপুর ইনচার্জ রাকিব মুস্তাকিন জানান, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তাদের সরিয়ে নেওয়া হয়েছে। দূর্ঘটনার পর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ করে দেওয়া হয়। বিমানটিকে উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহিন আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৭ টার দিকে বিমানটি ঢাকা থেকে সৈয়দপুরে আসে। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে যায়। খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে এটা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি জানান, দূর্ঘটনার তিন ঘণ্টা পর বিমানবন্দরে বিমান উঠানামা শুরু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন