সৈয়দ শামসুল হককে সমাহিত করতে কুড়িগ্রামে প্রস্তুতি
কুড়িগ্রাম প্রতিনিধি : সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হককে সমাহিত করতে তার জন্মস্থান কুড়িগ্রামের চলছে জোর প্রস্তুতি।
কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরের ডান পাশে তাকে সমাহিত করা হবে। এ জন্য গত রাত থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কাজ চলছে। ঢাকার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তার মরদেহ হেলিকপ্টারে কুড়িগ্রাম কলেজ মাঠে আনা হবে।
পরে তাকে শেষ শ্রদ্ধা জানাবে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বিকেল ৪টায় কলেজ মাঠে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে কুড়িগ্রাম শহরের পুরাতন থানাপাড়ায় তার পৈতৃক বাড়িতে শোকাবহ অবস্থা বিরাজ করছে।
শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর। ৫ ভাই ৩ বোনের মধ্যে সবার বড় তিনি। ১৯২৮ সালে তৎকালীন এমএলএ কাজী এমদাদুল হকের আমন্ত্রণে তার বাবা ডা. সৈয়দ সিদ্দিক হোসাইন সিরাজগঞ্জের বেলকুচি থেকে কুড়িগ্রামে এসে বসবাস শুরু করেন। সৈয়দ শামসুল হক নবম শ্রেণি পর্যন্ত কুড়িগ্রাম রিভারভিউ হাইস্কুলে পড়ালেখা করে ঢাকায় চলে যান।
সৈয়দ শামসুল হকের ছোট ভাই সৈয়দ আজিজুল হক বলেন, ‘আমার বড় ভাইয়ের ইচ্ছাতে তাকে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে দাফন করা হবে।’
কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে সমাহিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলার ও তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার তিনবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
কুড়িগ্রামে মটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসীরবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া, জামায়াত নেতাকে গণধোলাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া হাতেনাতে ধরা পড়ার পর একবিস্তারিত পড়ুন