সোনাক্ষি সিনহার সাইকেল থেরাপি!

বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা সকাল সকাল ঘুম থেকে উঠেই বেড়িয়ে পরেন বাইসাইকেল নিয়ে। আর সেই সাইকেলে চক্কর দিতে দিতেই দারুণ অভিজ্ঞতার আলো এসে পড়ল তার চোখে মুখে। এসময় তিনি মুম্বাই শহরের ডাক্কাওয়ালা থেকে শুরু করে কাগজওয়ালাদেরকেও শ্রদ্ধার সাথে কুশল করছেন! কিন্তু কেন?
রুটি রুজির তাগিদে ডাব্বাওয়ালা বা কাগজওয়ালারা সকাল থেকেই মাথার ঘাম পায়ে ফেলতে শুরু করেন৷ তাদের সেই সংগ্রাম করে বেঁচে থাকার কাহিনি নায়িকা জানতেন ঠিকই, তবে চাক্ষুস করেননি। নীল পোশাকে সকাল সকাল সাইকেল চেপে ঘুরতে বেরিয়ে তা দেখে তাদের প্রতি নায়িকার শ্রদ্ধা কয়েকগুণ বেড়ে গেল।
কিন্তু হঠাৎ কেন…… সাইকেল ভ্রমণের শখ সোনাক্ষির? চেহারা নিয়ে তার কোনও অভিযোগ নেই। বলিপাড়ার নায়িকাদের গতবাঁধা চেহারার বাইরে বেরিয়ে তিনি তার বাল্কি ফিগার নিয়েই সন্তুষ্ট ছিলেন। এমনকী জানিয়েও দিয়েছিলেন, যদি কোনও পরিচালকের তার এমন চেহারা পছন্দ না হয়, তাহলে তিনি যেন তাকে কাস্ট না করেন।
সোনাক্ষির পরিচিতজনরা অবশ্য বলছেন, স্রেফ শখেই বেরিয়েছেন তিনি। এরকম নেশা আছে সালমান খানেরও। বান্দ্রার রাস্তায় মাঝে মধ্যেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনিও। তবে সাইকেলের নেসা সোনাক্ষিকে যে নতুন এক দুনিয়া দেখিয়ে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন