সোনারগাঁওয়ে দিতির স্মরণে শোকসভা
বাংলা চলচিত্র জগতের অন্যতম অভিনেত্রী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির স্মরণে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। সুত্র-ইত্তেফাক
সোনারগাঁও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এ নাগরিক শোক সভার আয়োজন করা হয়। সোনারগাঁও নাগরিক কমিটির সভাপতি এটিএম কামালের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লেখক, সাহিত্যিক ও গবেষক শামসুদ্দৌহা চৌধুরী, সাংবাদিক আল আমিন তুষার, চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মামাত ভাই সফিকুল ইসলাম নয়ন, দিতির শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম জানে আলম দিপু, সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, ফরিদ হোসেন, খায়রুল আলম খোকন, নজরুল ইসলাম শুভ, শেখ ফরিদ শ্রাবণ, ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, ইউপি সদস্য নূর মোহাম্মদ প্রমুখ।
শোক সভায় বক্তারা প্রয়াত পারভিন সুলতানা দিতির জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা তার রুহের মাগফেরাত কামনা করাসহ তার শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও বক্তারা পারভিন সুলতানা দিতির স্মরণে সোনারগাঁওয়ে একটি স্থাপনা ও রাস্তার নামকরণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
শোক সভায় সোনারগাঁও নাগরিক কমিটির সভাপতি এটিএম কামাল বলেন, দিতির স্মৃতি রক্ষার্থে সোনারগাঁওয়ের কোন একটি রাস্তার নামকরণ করতে হবে। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলকে এগিয়ে আসতে হবে। দিতি শুধু সোনারগাঁয়ের গর্ব নয়, বাংলাদেশের গর্ব। শোক সভায় সোনারগাঁও প্রেসক্লাব, সোনারগাঁও উম্মেষ নাট্যগোষ্ঠী, সোনারগাঁও শতদল নাট্য সংঘ, সোনারগাঁও সাহিত্য নিকেতন, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখাসহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন