সোনালী ব্যাংকে ১৬ কোটি টাকা চুরির প্রধান আসামির ৫ বছরের কারাদণ্ড
সুড়ঙ্গ পথে ফিল্মি কায়দায় কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি সোহেল রানা ওরফে মোঃ হাবিব ওরফে ইউসুফ মুন্সীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
২০১৪ সালের ২৬ জানুয়ারি সুড়ঙ্গ কেটে ভিতরে প্রবেশ করে ভোল্ট ভেঙ্গে সোনালী ব্যাংক লিঃ, কিশোরগঞ্জ শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরে সোহেল রানাকে ৩০ জানুয়ারি ঢাকার কদমতলী থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৮০ টাকাসহ র্যাব গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিনুযায়ী আরও ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আমানুল্লাহ শেখ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করলে র্যাবের এএসপি রাজিব কুমার দেব তদন্ত শেষে সোহেল রানা, তার সহযোগি ইদ্রিছ মুন্সী, মাহিলা আক্তার হীমা ও সিরাজ উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে সোহেল রানা তার ওপর আনিত অভিযোগ স্বীকার করায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।
এছাড়া অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর রামেন্দ্র চন্দ্র তালুকদার ও সোনালী ব্যাংক নিযুক্ত আইনজীবী এ.বি.এম লুৎফর রাশিদ রানা।
উল্লেখ্য, আসামি সোহেল রানা ওরফে মোঃ হাবিব ওরফে ইউসুফ মুন্সী সোনালী ব্যাংক লিঃ, কিশোরগঞ্জ শাখা থেকে টাকা চুরির উদ্দেশ্যে ব্যাংকের সীমানা সংলগ্ন একটি বাসা ভাড়া নেয়। তার ভাড়া বাসায় মেঝে থেকে সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে সোনালী ব্যাংক ভবনের তলদেশ দিয়ে ভল্টের কাছে গিয়ে ভল্ট ভেঙ্গে ওই বিপুল পরিমাণ টাকা চুরি করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে এক তরুণী ও তার মোবাইল ফোন ট্র্যাক করে তার লোকেশন নিশ্চিত করে র্যাব।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন