সোনা ও বিদেশি মুদ্রাসহ আটক মোহাম্মদ আলীর জামিন স্থগিত
রাজধানী পল্টন থেকে ৬১ কেজি সোনা ও পাঁচ বস্তা বিদেশি মুদ্রাসহ আটক এসকে মোহাম্মদ আলীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ২ নভেম্বর বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করে দেন।
আদালতে মোহাম্মদ আলীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশারফ হোসেন সরদার।
গত ১৩ অক্টোবর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মোহাম্মদ আলীকে জামিন দেন।
আদালত সূত্র জানায়, শুল্ক গোয়েন্দারা ২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুরানা পল্টনে মোহাম্মদ আলীর দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেন, যার মূল্যমান আট কোটি ৫৬ লাখ টাকা। সেখান থেকে ৬১ কেজি ৫০০ গ্রাম ওজনের ৫২৮টি সোনার বারও উদ্ধার করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আলীকেও। ওই ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিনও সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। আরেক আসামি মজিবুর রহমান এখনো কারাগারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন