সোনিকার মৃত্যু এবার রুপালি পর্দায়
টলিউড শোবিজ অঙ্গনের বর্তমান সময়ের আলোচিত ঘটনার একটি গাড়ি দুর্ঘটনায় সুপার মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যু। এ ঘটনাকে কেন্দ্র করে এবার তৈরি হচ্ছে সিনেমা।
সিনেমাটি নির্মাণ করবেন শঙ্কুদেব পান্ডা। সিনেমার নাম গতি। তিনজন বন্ধুর গল্পকে কেন্দ্র করে তৈরি হবে সিনেমার কাহিনি। এর মধ্যে একজন বন্ধু গাড়ি দুর্ঘটনায় মারা যাবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘যেহেতু এটি একটি চলমান বিষয়, তাই তার কাছে প্রযোজকদের এ বিষয়ে বোঝানো কঠিন হয়নি। প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। খুব শিগগির সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। সিনেমাটির সংগীতায়োজন করবেন নচিকেতা। দুর্গা পূজার আগে সিনেমাটির শুটিং শুরু হবে এবং চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’
সোনিকার বন্ধু শতরূপা পাইন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে চরিত্রটির জন্য প্রস্তাব দেয়া হয়েছে। আমি পরিচালককে সোনিকার মায়ের কাছ থেকে অনুমতি নিতে বলেছি। তার অনুমতি ছাড়া আমি অভিনয় করব না। আমি এখন মুম্বাইয়ে অবস্থান করছি এবং পরিচালকের কাছ থেকে উত্তরের অপেক্ষায় আছি।’
সিনেমাটি সম্পর্কে বিক্রমও অবগত রয়েছেন। এ প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘আমি শুনেছি শঙ্কুদেব এ ঘটনায় একটি সিনেমা নির্মাণ করছেন। কিন্তু এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
নির্মাতা শঙ্কুদেব সিনেমা নির্মাণের কথা অস্বীকার না করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, ‘সিনেমা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারব না।’
গত ২৯ এপ্রিল ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান সোনিকা। এ সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এরপর টালিগঞ্জ থানা পুলিশ ও কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে বিক্রমের বিরুদ্ধে মামলা দায়ের হয়। প্রথমে তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে ট্র্যাফিক আইন ভাঙা ও অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ। দুর্ঘটনার সময় বিক্রমের গাড়ির গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ছিল বলে তদন্তে প্রমাণিত হয়। গত ৬ জুলাই এ মামলায় বিক্রমকে প্রেপ্তার করা হয়। এরপর গত ২৬ জুলাই জামিন পান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন