সোনুকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেশ ঘোরালে ১০ লাখ পুরস্কার
আজান নিয়ে টুইট বিতর্কের জেরে এবার সোনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন প্রবীণ এক মুসলিম নেতা। সঈদ শা আতেফ আলি আল কাদেরি নামের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিলের ওই মুসলিম নেতা ও সহসভাপতি তাঁর ফতোয়ায় বলেছেন গায়কের যদি কেউ মাথা কামিয়ে, মাথায় জুতোর মালা পরিয়ে সারা দেশ ঘোরাতে পারেন, তাহলে তিনি তাঁকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন।
সোনু নিগমকে দেশদ্রোহী বলে ওই মুসলিম নেতা দাবি করেন, কারও কোনো অধিকার নেই অন্যর ধর্মবিশ্বাসে আঘাত এনে কিছু বলার। এরপরই তিনি বলেন, মন্দির থেকে ঘণ্টার আওয়াজ নিয়ে কেউ শব্দদূষণের অভিযোগ তুললে তিনি তাঁকেও একইভাবে প্রতিক্রিয়া দিতেন। তাঁর দাবি, গায়ককে দেশ থেকে বের করে দেওয়া উচিত।
ওই সংগঠনেরই সাধারণ সম্পাদক সাবির আলির দাবি, আজানের সুরের থেকে সোনু নিগমের স্টুডিও থেকে আসা মিউজিকের ক্যাকাফোনির শব্দদূষণের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন প্রত্যেক ধর্মেই সকালে ওঠার নিয়ম আছে। মুসলিমরা সকালে ওঠেন নামাজ পড়ার জন্যে, হিন্দুরা সূর্য প্রণাম করেন। সাবির আলির আবেদন, এখন তাঁর আজানের শব্দে সকালে ওঠা উচিত্, কারণ তাঁর জনপ্রিয়তা এখন পড়তির দিকে।
প্রসঙ্গত সোমবার সকাল ৫ বেজে ২৫ মিনিট থেকে ৫টা ৪৯ মিনিটের মধ্যে একাধিক টুইটে সোনু নিগম বলেন, আমি মুলসিম নয়, কিন্তু প্রতিদিন আমাকে আজানের সুরে ঘুম থেকে উঠতে হয়। ধর্মের জন্যে এই জোরজবরদস্তি কবে বন্ধ হবে ভারতে। আরেকটি টুইটে তিনি বলেন গুন্ডা-গার্দি হ্যায় বাস। তারপর গায়ক অপর আর একটি টুইটে লেখেন ভগবান সকলের মঙ্গল করুক।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন