সোনু নিগমের আজান বিতর্কের জবাবে নরেন্দ্র মোদি!


ভোরবেলায় আজান শোনানো গুন্ডাগিরির সামিল বলে ট্যুইট করেছিলেন সোনু নিগম। তিনি অবশ্য শুধু আজানের কথাই বলেননি। মন্দির, গুরুদ্বারায় লাউড স্পিকার ব্যবহার নিয়েও সরব হয়েছেন তিনি। তা সত্ত্বেও বিতর্ক থামছে না। সোনুর মাথা মুড়িয়ে দেওয়ার ফতোয়া জারি করেছিলে মৌলবী কাদরি। সোনু নিজেই ন্যাড়া হয়েছেন।
এমন জবাব পেয়ে আবার ফতোয়া জারি করেছেন মৌলবী কাদরি। সোনুকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। সোনুকে নিয়ে নীরব অবস্থানই নিয়েছে বলিউড। কঙ্গনা রানাউত আবার একটু ঘুরিয়ে সোনুর পাশে দাঁড়িয়েছেন। লাইভ টিভি শোয়ে মৌলবী কাদরিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন গায়ক অভিজিৎ।
তবে আজান বিতর্কে এসবের মধ্য হঠাৎ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি সভায় বক্তব্য রাখছিলেন নরেন্দ্র মোদি। সেইসময় শুরু হয় আজান। ভাষণ মাঝপথে থামিয়ে দেন মোদি। আজান শেষ হতেই মোদি বলেন, “এটাই আমাদের দেশের সংস্কৃতি। কারও ধর্মীয় প্রার্থনায় ব্যাঘাত ঘটানো উচিত নয়”।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













