সোনু নিগমের থেকে ভাল গান গাই: সালমান
সালমান খান এবং সোনু নিগমকের মনোমালিন্য নিয়ে এখন বেশ জল্পনা চলচে বলি-মহলে। শোনা যাচ্ছে, সালমান নাকি অপমান করেছেন সোনু নিগমকে!
দিন কয়েক আগে ইন্ডাস্ট্রিতে গুলশন কুমারের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গান গেয়ে সোনু দর্শকদের মাতিয়ে দেন। অনুষ্ঠানে এসেছিলেন সালমানও। কিন্তু মঞ্চে উঠে তিনি এমন কিছু কথা বলেন যে সকলে অবাক হয়ে যান। শোনা যাচ্ছে, সালমান বলেছিলেন সিনেমায় তাঁর গানের জন্য আর প্লেব্যাক শিল্পীর প্রয়োজন হবে না। তাঁর নিজের কণ্ঠ খুবই ভাল। তাই তাঁর সোনু বা অন্য কোন শিল্পীর প্রয়োজন নেই।
সালমানের এই কথাতেই নাকি দুঃখ পেয়েছিলেন সোনু। বলিউডে গায়ক এবং নায়কের মনোমালিন্য নিয়ে জোর জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ার একাংশও এই ঘটনা নিয়ে হইচই শুরু করে। এর মধ্যেই সোমবার তড়িঘড়ি সোনু টুইট করে জানিয়েছেন, ‘সালমানের সঙ্গে আমার কোনও ঝামেলা হয়নি। কে বা কারা এমন খবর রটাচ্ছে জানি না। সত্যিই কী এমন কোনও ঘটনা ঘটেছিল? সোনু নিগমের টুইটের পর এ নিয়ে আরও জলঘোলা হচ্ছে। অনেকেই বলছেন, সালমানকে খুশি রাখতেই নাকি সোনুর এই টুইট!
গান নিয়ে সালমান-সোনুর ঝামেলা যদিও এই প্রথম নয়। এর আগে ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানের রেকর্ডিংয়ের সময়ও সোনুর সঙ্গে সালমান বচসায় জড়িয়ে পড়েছিলেন। সোনুর বক্তব্য ছিল, গান গাওয়া একটা শিল্প, এতে নিষ্ঠার প্রয়োজন রয়েছে। কিন্তু সলমন দাবি করেন, হ্যাংওভার গানে তাঁর গলা সোনুর চেয়ে কোনও অংশে কম ভাল ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন