মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সোশ্যাল-মিডিয়ায়-বাড়ছে ‘রিভেঞ্জ পর্ন’, বন্ধে এবার যে পদক্ষেপ নিচ্ছে ফেসবুক

ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিশোধমূলক পর্ন ক্রমেই বাড়ছে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সাবেক সেই সঙ্গীর আপত্তিকর ছবি বা ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার প্রবণতা বা ‘রিভেঞ্জ পর্ন’-এর প্রকোপ দিন দিন বাড়ছে।

সম্প্রতি ১৪ বছর বয়সী এক কিশোরী মেয়ে তার আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে বেলফাস্টে অভিযোগ করেছে। আর এ অভিযোগের প্রেক্ষিতে বিষয়টির প্রকোপ উপলব্ধি করা যাচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।

সম্প্রতি যুক্তরাজ্যে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, এ ধরনের ‘রিভেঞ্জ পর্ন’ অনলাইনে প্রকাশ করে সাবেক সঙ্গীকে অপদস্থ করার সংখ্যা ক্রমে বাড়ছে। আর এ সমস্যার সমাধানে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এই প্রতিহিংসা বশত পর্ন পোস্ট (রিভেঞ্জ পর্ন) করার বিরুদ্ধে এরই মধ্যে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে ফেসবুক যদি বুঝতে পারে, কোনো অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ও কেবলমাত্র প্রতিহিংসার কারণে পোস্ট করা হয়েছে, তবে তা শেয়ার বা আবার পোস্ট করার অপশন নষ্ট করে দেওয়া হবে। প্ল্যাটফর্ম থেকে ওই পোস্ট সরিয়েও ফেলা হবে। এখন থেকে রিভেঞ্জ পর্নের বিরুদ্ধে এই প্রতিরোধ ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামে করা হবে। খবর বিবিসি অনলাইনের।

এদিকে ফেসবুকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের রিভেঞ্জ পর্ন হেল্পলাইন। এর প্রতিষ্ঠাতা লরা হিগিংস বলেন, এই পদক্ষেপকে একটা বড় অগ্রগতি বলা যেতে পারে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সাবেক সেই সঙ্গীর আপত্তিকর ছবি বা ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার প্রবণতা বা ‘রিভেঞ্জ পর্নের’ প্রকোপ দিন দিন বাড়ছে। দেখা যায়, অতি আপন মানুষের ওপর প্রতিশোধ নিতে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিই পোস্ট করা হয় ফেসবুকে।

এ ধরনের পোস্ট সরিয়ে ফেলা ফেসবুকের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ হবে বলে মনে করেন লরা হিগিংস।

তবে রিভেঞ্জ পর্ন পোস্ট করা বা এ ধরনের আপত্তিকর বিষয় ফেসবুক খুঁজে বের করবে না। প্রতি পোস্টেই রিপোর্ট টুল অপশন থাকে ফেসবুকের। সেখানে কেমন প্রতিক্রিয়া জানানো হচ্ছে, তার ওপর নির্ভর করে বিষয়টি নির্ধারণ করা হবে। পোস্ট করা ছবির বিষয়ে নেতিবাচক রিপোর্ট পেলে ফেসবুকের ‘কমিউনিটি অপারেশন’ দল এর যথার্থতা নিয়ে যাচাই করবে। যদি ছবিটি প্রতিহিংসার জন্য আপলোড করা হয়েছে এমনটা বোঝা যায়, তাহলে তা সরিয়ে ফেলা হবে। এমনকি যে অ্যাকাউন্ট থেকে এ ধরনের পোস্ট করা হয়েছে, তা-ও ব্লক বা বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী সময়ে এ রকম আরও চেষ্টা করা হচ্ছে কি না, তা-ও নজরে রাখবে ফেসবুক।

এর আগে শিশু নির্যাতন প্রতিরোধে এমন ব্যবস্থা নিয়েছিল সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি।

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম রেভেঞ্জ পর্নের প্রকোপ বাড়ে। ‘ইজএনিওয়ানআপ’ নামে একটি ওয়েবসাইট প্রথম এ ধরনের কন্টেন্ট প্রকাশ করা শুরু করে। এরপর তা নানা মাধ্যমে প্রকাশিত হতে থাকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!