সোহরাওয়ার্দীতে চলছে মঞ্চ তৈরিসহ আনুসঙ্গিক কাজ
প্রশাসনের অনুমতি পাওয়ার পর সমাবেশ সফল করতে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ তৈরিসহ আনুসঙ্গিক কাজ।
এই মঞ্চ থেকে থেকে প্রায় দুই বছর পর নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৪ সালের পর খালেদা জিয়া কোনো সমাবেশে ভাষণ দেবেন।
২৩টি শর্তে রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এই সমাবেশের ডাক দেয় বিএনপি।
অনুমতি না পেয়ে দুই দফা পেছানোর পর শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সমাবেশের লিখিত অনুমতি পায় বিএনপি।
লিখিত অনুমতি পাওয়ার পর সন্ধ্যার দিকে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। একইসঙ্গে উদ্যানের ভেতরে মাইক, জেনারেটরসহ আনুসাঙ্গিক সব সরঞ্জাম জমা করা হয়।
উদ্যানের লেকের পূর্ব পাশে উত্তর দিকমুখী মঞ্চের ফাউন্ডেশন রাত আটটার মধ্যেই তৈরি করা হয়ে গেছে বলে জানা গেছে।
উদ্যানে অবস্থারত ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া বলেন, ‘পুরোদমে কাজ চলছে। মঞ্চের ফাউন্ডেশন হয়ে গেছে। আশা করি রাতের মধ্যে মঞ্চের পুরো কাজ শেষ হবে। হয়তো সাজসজ্জার কাজ সকালে করা হবে।’
সমাবেশের মঞ্চ তৈরিসহ সার্বিক নির্দেশনা দিতে উদ্যানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
রবিবার বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, সকাল থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করবেন। দীর্ঘদিন পর সমাবেশের অনুমতি পাওয়ায় বিএনপি শোডাউনের চেষ্টা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন