সৌদিতে কারখানায় আগুন, চার বাংলাদেশি নিহত

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) সৌদির হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন—উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সামিউল ইসলাম ওরফে সাদ্দাম (৩০), জনার্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৪৫), আরেজ আলীর ছেলে অসীম (২৭) ও ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান নিহত প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খলিলুর জানান, সৌদির রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা কারখানায় কাজ করতেন ওই চার বাংলাদেশি। বুধবার স্থানীয় সময় দুপুরে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানাতেই মৃত্যু হয় তাঁদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন