সৌদিতে মসজিদে বোমা হামলায় নিহত ৩
সৌদি আরবে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের নাজরানে সোমবার এ ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল অ্যারাবিয়া এ খবর জানিয়েছে।
আল মাশহাদ মসজিদে মাগরিবের নামাজের সময় ওই হামলা হয়। দেশটির কর্তৃপক্ষ বোমা হামলার ঘটনা খতিয়ে দেখছে।
সৌদি আরবের দৈনিক আল ওয়াতান পত্রিকার এক ভিডিওতে দেখা যায়, বোমা হামলায় ভীতসন্ত্রস্ত নামাজিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছেন। বোমা হামলার পর সাইরেন বাজানো হয় ও মুহূর্তেই রাস্তা ধুলোয় ভরে যায়।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির স্থানীয় নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এক মসজিদে গত ৬ আগস্ট এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট(আইএস)।
এ ছাড়া, চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিয়া মসজিদে দুটি আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়। ওই দুটি হামলারও দায় স্বীকার করে আইএস। তারা সৌদিতে বিভিন্ন শিয়া স্থাপনায় হামলা চালাতে দেশটির সুন্নি মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
তথ্যসূত্র : রয়টার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন