সৌদির কাছে দ্বীপ বিক্রি করবে মালদ্বীপ, টেনশনে ভারত
নিরাপত্তার প্রশ্নে এবার ভারতের মাথা ব্যাথার কারণ হিসেবে দাঁড়িয়েছে মালদ্বীপ। কারণ সৌদি আরবের কাছে একটি দ্বীপ বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। আর এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছে ভারত। প্রতিবেশি দেশের একটি দ্বীপ সৌদি আরবের নিয়ন্ত্রণে চলে গেলে তাতে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জে পড়বে বলে মনে করছে দেশটির সরকার।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের আবদুল্লা ইয়েমেন সরকার সম্প্রতি ফাফু নামে তাদের একটি প্রবাল দ্বীপ সৌদি আরবের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মালদ্বীপের মোট ২৬টি দ্বীপের মধ্যে অন্যতম ফাফু।
শিগগিরই মালদ্বীপ সফরে আসছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ধারণা করা হচ্ছে, এই সফরে দ্বীপ হস্তান্তর বিষয়ে কথা বলবেন তিনি।
ফাফু দ্বীপের নিয়ন্ত্রণ সৌদি আরবের হাতে চলে গেলে মালয়েশিয়ায় ওয়াহাবি মতবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মালদ্বীপের বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। ইতোমধ্যে সিরিয়ার বিদেশী যোদ্ধাদের একটি বড় অংশ ওইসব দ্বীপে বসবাস করছে বলেও জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এমডিপি সদস্য এবং মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম জানান, তার আশা- এ ব্যাপারে তার দেশের সরকার জনগণের ইচ্ছা-অনিচ্ছার মূল্য দেবে। তিনি বলেন, “পূর্বে মালদ্বীপের কোনো ভূখণ্ড বিদেশীদের কাছে বিক্রি করাকে রাষ্ট্রদ্রোহিতা মনে করা হতো। এর শাস্তি ছিল মৃত্যুদণ্ড।”
২০১৫ সালে আবদুল্লাহ ইয়ামিন সরকার সংবিধান সংশোধন করে বিদেশীদের কাছে মালদ্বীপের ভূখণ্ড বিক্রির বৈধতা দেয়।
মালদ্বীপের প্রধান বিরোধী দল এডিপি প্রধান ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বর্তমানে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। আগামী বছরের নির্বাচনে তিনি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
মালদ্বীপই এখনও পর্যন্ত ভারতের একমাত্র প্রতিবেশ দেশ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো সফর করেননি। মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাতে না চাইলেও, উদ্ভুত পরিস্থিতিতে আগামী বছর সে দেশে যে নির্বাচন হবে, তাতে কোনও পক্ষ অবলম্বন করতে পারে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন