সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের নিহত ৯

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের উত্তরাঞ্চলে একই পরিবারের ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে সাদা শহরের দক্ষিণ-পশ্চিমে মাহদা জেলার তাহা আল-ধারাফি এলাকায় হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশু এবং তিনজন নারী রয়েছে।
হামলার সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।
ইয়েমেনের একজন চিকিৎসক জানান, আমরা শত্রুদের অপরাধের হিসাব করে রাখছি; কোনো ভাবেই তাদের ভুলে যাব না। শিগগিরই অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসা হবে, ইনশাল্লাহ।
নিহতদের পরিবারের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। তাদের মরদেহ এখন মর্গে রাখা হয়েছে।
তবে ইয়েমেনে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সৌদি কর্তৃপক্ষ। বেসামরিক জনগণকে টার্গেট করা তাদের উদ্দেশ্য নয় বলে জানিয়েছে সৌদি।
সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, শুক্রবার প্রাইভেটকারের ওপর দ্বিতীয় বিমান হামলায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন