সৌদি আরবে হামলার হুমকি আইএসের
এবার সৌদি আরবে আক্রমণের হুমকি দিল ইসলামিক স্টেট (আইএস)। সৌদি আরবের গোয়েন্দা বিভাগের হাতে এই তথ্য এসেছে।
বুধবার ইরানের সংসদ ভবন এবং তেহরানে আত্মঘাতী বিস্ফোরণ এবং বন্দুকবাজদের হামলায় আহত হয়েছেন বহু। তেহরানে আইএস হামলায় নিহত হয়েছিল ১৭ জন। আইএস এই দুই হামলার দায়ই স্বীকার করে নিয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, তেহরানে হামলার আগে ৫ জন মুখোশধারী আইএস জঙ্গির ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে ইরানকে হুমকি দেওয়া হয়। একই রকমভাবে সৌদি আরব সরকারকে ভিডিও করে এক আইএস জঙ্গি হুমকি দিয়ে বলেছে, ‘তোমাদের সময় এসে গেছে। ’ ভিডিওয় বলা হয়েছে, ‘আল্লাহর অনুমতিতে ইরানে প্রথম জিহাদ হবে। মুসলিম ভাইয়েরা আমাদের অনুসরণ করবে। ’ ভিডিওর শেষে সৌদি আরব সরকারকে হুমকি দেওয়া হয়েছে।
ভিডিওতে এক মুখোশধারী আইএস জঙ্গি বলে, ‘ইরানের পরে সৌদি আরব। আল্লাহর কসম, তোমাদের গৃহবন্দি করে রাখব। আমরা কারোর চর নেই। শুধুমাত্র আল্লাহকে অনুসরণ করি এবং মুসলিম জাতিকে বাঁচানোর জন্য এই লড়াই করছি। ইরান বা সৌদি আরবের ক্ষমতা নেয়ার জন্য নয়। ’
সিরিয়া এবং ইরাক থেকে নিয়ন্ত্রণকারী আইএস জঙ্গি আগেও সৌদি আরবের নিরাপত্তারক্ষীদের ওপর বিস্ফোরণ ও গুলিবর্ষণের মধ্য দিয়ে হামলা চালিয়েছে। এরই মধ্যে কাতারের সঙ্গে কূতনৈতিক ও লেনদেনের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, আরব এবং বাহরিন।
শুক্রবার সৌদি আরবের মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের নিরাপত্তার খাতিরে একটি নোটিস জারি করে। নোটিশে বলা হয়, ‘সৌদি আরবে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা রয়েছে। দেশে ফিরে যেতে চাইলে ফিরে যেতে পারেন। ’
সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন