সৌদি আরবে ১১ রাজপুত্র, ১৬ মন্ত্রী আটক
সৌদি আরবে নবগঠিত দুর্নীতি দমন কমিটি ১১ জন রাজপুত্র, চারজন মন্ত্রী এবং ১২ জন প্রাক্তন মন্ত্রীকে আটক করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যে তাদের আটক করা হলো। তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
দেশটিতে সংস্কার কাজ চালাতে গিয়ে সৌদি যুবরাজ তার ক্ষমতাকে আরো সুসংহত করার চেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ এসব ব্যক্তিকে আটক করেছেন বলে মনে করা হচ্ছে। তবে আটককৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, তাও পরিষ্কার হওয়া যায়নি।
সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে জেদ্দায় বন্যা এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে আবার নতুন করে তদন্ত শুরু করেছে এই কমিটি।
আল-আরাবিয়া জানিয়েছে, নতুন এই দুর্নীতি দমন কমিটির হাতে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা ও তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির ক্ষমতা রয়েছে।
এদিকে, সৌদি জাতীয় রক্ষীবাহিনী ও নৌবাহিনীর প্রধানকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশটির উচ্চপর্যায়ের বিভিন্ন পদে ধারাবাহিক রদবদলের অংশ। সৌদি বাদশা সালমান জাতীয় রক্ষীবাহিনীবিষয়ক মন্ত্রী রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহ ও নৌকমান্ডার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল-সুলতানকে তাদের পদ থেকে বহিষ্কার করেছেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
প্রয়াত সৌদি বাদশা আবদুল্লাহর ছেলে রাজপুত্র মিতেব। এক সময় মনে করা হতো তিনি ভবিষ্যতে সৌদি রাজসিংহাসনের উত্তরাধিকারী হবেন। বর্তমান সৌদি সরকারের শীর্ষ পর্যায়ে রাজপুত্র মিতেব ছিলেন বাদশা আবদুল্লাহর সরাসরি উত্তরাধিকার হিসেবে সবশেষ ব্যক্তি।
যুবরাজ মোহাম্মদ বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এখন তার হাতেই পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব। সম্প্রতি তিনি বলেন, মধ্যপন্থি ইসলামে ফেরার মাধ্যমেই তিনি সৌদি আরবের আধুনিকায়ন ঘটনাতে চান। রিয়াদে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, শিগগিরই উগ্রপন্থার গোড়া উপড়ে ফেলা হবে।
তেলনির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক খাতে ব্যাপক সংস্কার করার একটি পরিকল্পনা গত বছর প্রকাশ করেছিলেন যুবরাজ মোহাম্মদ।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন