সৌদি আরব আমিরশাহির সমীক্ষা: বহুগামিতা বা একাধিক স্ত্রী থাকলে (ভিডিওসহ)
বহুগামিতার ফলে পুরুষদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চারগুণ বেড়ে যায়। সৌদি আরব ও আরব আমিরশাহিতে হওয়া এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই সমীক্ষায় জানা গিয়েছে যে, স্ত্রীর সংখ্যা ও করোনারি আর্টারি ডিজিজ (সিএডি)-র প্রত্যক্ষ সরাসরি যোগ রয়েছে। সৌদি আরবের জেড্ডায় কিং ফয়জল হাসপাতাল ও রিসার্চ সেন্টারের হৃদরোগ বিশেষজ্ঞ আমিন দৌলাহ জানিয়েছেন, ‘যাঁরা বহুগামিতায় আসক্ত, তাঁরা এক সঙ্গে দুই থেকে চার স্ত্রীর সঙ্গেও সম্পর্ক স্থাপন রেখে চলেন। স্ত্রীরা বিভিন্ন বাড়িতে থাকেন। এক ছাদের তলায় একসঙ্গে বসবাস করেন না।’
সমীক্ষাটি দুই দেশের পাঁচটি প্রধান হাসপাতালের রোগীদের নিয়ে করা হয়েছে। সেখানে ৬৮৭ জন বিবাহিত পুরুষের ওপর এই পরীক্ষা চালানো হয়, যাঁদের গড় বয়স ৫৯। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৫৬ শতাংশ মধূমেহর শিকার। এছাড়া, ৫৭ শতাংশের উচ্চ রক্তচাপ ও ৪৫ শতাংশ রোগীর পূর্বে সিএডি-র অভিজ্ঞতা রয়েছে।
ওই রোগীদের মধ্যে দুই-তৃতীয়াংশের (প্রায় ৬৮ শতাংশ) একজন স্ত্রী, ১৯ শতাংশের দুজন স্ত্রী, ১০ শতাংশের তিনজন স্ত্রী এবং ৩ শতাংশের চারজন স্ত্রী রয়েছে। গবেষণায় উঠে এসেছে, যাঁদের একাধিক স্ত্রী বর্তমান, তাঁরা বয়সে প্রবীণ, গ্রামাঞ্চলে বসবাস করেন, উচ্চ আয় করেন এবং সর্বোপরি করোনারি ধমনীর বাইপাস অস্ত্রোপচার হয়েছে।
দৌলাহ জানান, গ্রামাঞ্চলে বহুবিবাহ বহুল প্রচলিত। কারণ, সেখানকার সংস্কৃতি এই প্রথাকে অনুমোদন করে। তাছাড়া, সেখানের অধিকাংশ মানুষের খুব অল্প বয়সে বিবাহ হয়। চিকিৎসকের মতে, যাঁদের একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে হয়, স্বাভাবিকভাবেই তাঁদের অধিক উপার্জনও করতে হয়। অনেক সময় অর্থ উপার্জন করতে তাঁদের শহরে রোজ যাতায়াত করতে হয়। ফলে বেশি চাপ নিতে হয়। শুধু শারীরিক চাপ নয়, প্রায় সব ক্ষেত্রেই জড়িয়ে রয়েছে অসম্ভব মানসিক চাপও।
সব সমীকরণকে যুক্ত করে গবেষক-দল দেখেন যে, যে ব্যক্তিরা বহুগামিতায় আসক্ত, অর্থাৎ যাঁদের একাধিক স্ত্রী রয়েছে, তাঁদের সিএডি-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪.৬ গুণ বেড়ে যায়। দৌলাহ জানান, বহুগামিতার ফলে সব স্বামীদের ওপর আর্থিক-মানসিক বোঝা চাপে। যেমন, স্ত্রী-দের সুষ্ঠু ভরনপোষণ, গৃহ-নির্মাণ, খাদ্যের সংস্থানের খরচ কয়েকগুণ বেড়ে যায়। কারণ, নিয়মানুসারে, প্রত্যেক স্ত্রীকেই সম-মর্যাদা ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
ভিডিও টি দেখুন:
https://youtu.be/IMfLzPzY2-s
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন