রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদি প্রাবাসীদের জন্য সুখবরঃ বাংলাদেশ সহ কয়েকটি দেশে শ্রম সংস্থা খুলার সিদ্ধান্ত সৌদির মন্ত্রি পরিষদে

সৌদির মন্ত্রি পরিষদের এক বিশেষ সম্মেলনের মাধ্যমে সোমবার রিয়াদে সিদ্দান্ত নেয়া হয় যে, সৌদি হবে ২০১৭ সালের অন্যতম শ্রম সংস্থার উন্নয়নের আয়োজক দেশ। উক্ত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী শ্রম সংস্থার উন্নয়ন সংলগ্ন পররাস্ট্র অফিস খুলতে চান। কেননা তাদের দেশে যেখানে প্রায়

১ / মিলিয়ন মিশরীয় নাগরিকদের,

২/ আরব প্রবাসীদের দেশের সর্ববৃহৎ আরব প্রবাসী সম্প্রদায়ের প্রায় ৪০ শতাংশ প্রতিনিধিত্বমূলক আর বাকি সন প্রবাসী

৩/ ৩ মিলিয়ন ইন্ডিয়ানস;

৪/ ২.৬ মিলিয়ন পাকিস্তানি;

৫/১.৮ মিলিয়ন বাংলাদেশী শ্রমিকদের;

৬/১ মিলিয়ন ফিলিপিনোরা; এবং ৩০০,০০০ শ্রীলংকার প্রবাসী,

তাদের অধিকাংশই গৃহকর্মী সুতরাং প্রবাসী শ্রমিকদের জন্য সৌদি রাজ্যে শ্রম প্রবিধানের উপর সচেতনতা বাড়াতে, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে,বেতন বকেয়া কমাতে, বঞ্চনার হার রোধ করতে ,কাজের সঠিক ও সুষ্ঠু সমাধানের কল্পে মন্ত্রিপরিষদ সোমবার মিশর, ভারত, ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও শ্রীলংকায় সৌদি দূতাবাসে শ্রম অ্যাটাশে অফিসের প্রতিষ্ঠার জন্য অনুমোদন পাশ করেন।

এই সিদ্ধান্তের বাস্তবায়নে ,” পাকিস্তানের রাষ্ট্রদূত মনজুর-উল-হক বলেনঃ-

“আমরা সৌদি সরকারের সিদ্ধান্তের উপর ও পাকিস্তানে দূতাবাসে শ্রম অ্যাটাশে নিয়োগের জন্য স্বাগত জানাই।
সৌদি ,” দূতের পরিকল্পনার লক্ষনীয় ছক অনুযায়ী……

” বিভিন্ন দেশে সৌদির একটি শ্রম অ্যাটাশের উপস্থিতি সৌদি রাজ্যে ব্যাপকভাবে চাকরির জন্য উন্মক্ত হবে উপযুক্ত প্রার্থীদের।

ও শ্রমিকদের নিয়োগে সাহায্য করবে,
এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করবেই
এই প্রসঙ্গে ,” বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আরব নিউজকে বলেছেন।

“আমরা সত্যিই এই সংবাদে আনন্দিত যা দুই দেশের মধ্যে উন্নত শ্রম সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে , ও এটাও শুনে খুশি হয়েছি যে দেশের প্রান্তে একটি শ্রম অ্যাটাশে উপস্থিতিতে ঢাকায় অঙ্কুরে বিনষ্ট করা বেশ কিছু সমস্যা সমাধানের সাহায্য করার অভিপ্রায় যোগ হবে।

ভারতীয় দূতাবাস থেকে মুখপাত্র হাফিযুর রহমান বলেন যে এই সংবাদ ভারতীয়দের জন্য সুসংবাদ হল যেহেতু এটি অন্যান্য সাহায্য শেষে প্রবাসীদের বিভিন্ন দেশ থেকে আগত শ্রমিকদের সাহায্য করার জন্য একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতে যাচ্ছে।

ভারতীয় ,” কূটনীতিক বলেন;

“আমাদের দেশে নতুন শ্রম সংস্থা তৈরি ও তার উপস্থিতিতে ভারত ও সৌদি আরবের মধ্যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া মসৃণ কার্যকরী ও সহজতর হবে যা শ্রম ও সামাজিক উন্নয়নে গুরুতবপূর্ণ ভুমিকা পালন করবে।

, প্রশিক্ষণ কেন্দ্র শ্রম রপ্তানীকারী দেশ সৌদি সরকারের মাধ্যমে সেট আপ করা এখন নিজ নিজ সৌদি সংলগ্নতা তত্বাবধান করা হবে। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিদেশে নিজ নিজ পোস্টিং এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার অভিজ্ঞ কর্মকর্তাদের পাঠাতে বলেন ও এর আশা প্রকাশ করেন।

এতে বলা হয়, নতুন এই সিদ্ধান্ত অত্যন্ত দক্ষ শ্রমিকদের ও মসৃণ নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করবে এবং দালালের ভূমিকার পরিত্রাণ পেতে গুরুতবারোপ করা হবে, সেইসাথে রাজ্যে বেসরকারি খাতে বিদেশী কর্মীকে নিয়োগে মেকানিজম এর বিকাশ করা হবে । এই ধাপে বিদেশি শ্রমিক সৌদি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য শেখতে সাহায্য পাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব

চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন

  • প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করল সৌদি আরব
  • বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের!
  • সবচেয়ে কম খরচে কম সময়ে পান কানাডার নাগরিকত্ব
  • মধ্যপ্রাচ্যে নানামূখী প্রতিকূলতার মুখোমুখি বাংলাদেশ
  • মালদ্বীপে কী করে প্রবাসী বাংলাদেশিরা?
  • কানাডায় সাংবাদিক; অভিনয়, মডেল ও সংগীত শিল্পী; প্রযোজক, পরিচালক ও খেলোয়াড়দের দারুন সুযোগ!
  • তিন মাস শ্রমিকদের দুপুরে কাজ করাবে না সৌদি সরকার
  • সিনেট কমিটি গুরুত্ব দিচ্ছে জয়ের অভিযোগকে
  • পরিবারসহ অস্ট্রেলিয়ায় স্থায়ী ভিসা মাত্র ১২ মাসে
  • প্রবাসীদের ভিসা সংক্রান্ত তথ্য মিলবে অনলাইনে
  • সৌদিতে শ্রম বেচাকেনার ফাঁদে ওরা ৩১১ বাংলাদেশি
  • নতুন ও সহজে নিয়মে AUSTRALIA মাইগ্রেশন এর বিপুল সুযোগ