সৌম্যের জায়গায় ইমরুল
আগের দিন অনুশীলনে ব্যথা পেলেও মূলত দুশ্চিন্তাটা শুরু হয়েছিল বুধবার সকাল থেকেই, যখন তাঁর এমআরআই করা হয়। শেষ পর্যন্ত দুশ্চিন্তাটা সত্যি হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে।
আজ বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালে বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এমআরআই রিপোর্টে সৌম্যের কিছুটা সমস্যা ধরা পড়েছে। তাঁকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে বলেই ইমরুলকে দলে নেওয়া হয়েছে।’
টেস্ট দলে নিয়মিত থাকলেও ইমরুল ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন গত মার্চে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। বিশ্বকাপের মাঝপথে দলে যোগ দিয়েছিলেন তিনি, আরেক ওপেনার এনামুল হক বিজয় চোটে আক্রান্ত হয়ে দেশে ফেরত আসায়।
এবার সৌম্য চোটে আক্রান্ত দলের বাইরে চলে যাওয়ায় কপাল খুলে যায় ইমরুলের। এবার অবশ্য সিরিজের শুরুতেই দলে জায়গা পাচ্ছেন তিনি।
তিনটি ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি টোয়েন্টি। পাঁচটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন